নেইমার যুদ্ধে বার্সেলোনার কাছে ব্রাজিলের হার!
এই বছরের বিশেষ কোপা আমেরিকায় খেলা হবে না ব্রাজিলের অধিনায়ক নেইমারের। কেবল অলিম্পিক গেমসের ফুটবলে খেলার অনুমতি পাচ্ছেন ক্লাব বার্সেলোনার কাছ থেকে। তার মানে তাকে বছরের দুটি আন্তর্জাতিক টুর্নামেন্টেই খেলানোর ইচ্ছে ব্রাজিলকে জলাঞ্জলি দিতে হচ্ছে। নেইমারকে ব্রাজিল পাবে এই বছরের একটি আসরে। অথচ দুই আসরেই খেলানোর জন্য বার্সার সাথে লড়াইয়ের ঘোষণা দিয়েছিল ব্রাজিল! স্প্যানিশ ক্লাবটির কাছে তারা তো হেরেই গেলো!
নেইমারও দুটি আসরে খেলতে চেয়েছিলেন। জুনে বসবে কোপার আসর। আর আগস্টে অলিম্পিক ফুটবল। বেশি চাপ হয়ে যায় বলে দুই আসরেই নেইমারকে না ছাড়ার কথা জানায় বার্সেলোনা। তাদের প্রস্তাব মেনে নেয়নি ব্রাজিল ফুটবল সংস্থা। আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল, নেইমারকে দুই আসরেই খেলাতে সবকিছু করবে তারা।
কিন্তু বার্সেলোনার দাবি তাদের প্রস্তাবে রাজি হয়েছে ব্রাজিল ফুটবল সংস্থা। রিও ডি জেনেইরোর অলিম্পিকেই কেবল খেলবেন নেইমার। বার্সার বিবৃতিটা এমন, “এফসি বার্সেলোনা ব্রাজিলিয়ান ফুটবল সংস্থা ও এর প্রেসিডেন্ট মার্কো পোলো দেল নেরোকে ধন্যবাদ জানায়। কারণ, নেইমারকে শুধু অলিম্পিক গেমসে খেলানোর প্রস্তাব তারা মেনে নিয়েছে। আসরটি হবে ৩ থেকে ২১ আগস্ট।”
গত বছরের কোপায় ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে লাল কার্ড দেখেছিলেন নেইমার। এরপর চার ম্যাচে নিষিদ্ধ হওয়ায় টুর্নামেন্টে আর খেলা হয়নি। এবারের আসরটি তার জন্য তাই আরো বড় হয়ে উঠেছিল। এক বছর বাদেই আবার কোপার আসর বসছে টুর্নামেন্টটির শতবর্ষে পা রাখার উপলক্ষ্যে। লাতিন আমেরিকা থেকে ৩ থেকে ২৬ জুনের আসরটি চলে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দলও বেড়েছে বিশেষ এই আসরে। কনকাকাফের ৬ প্রতিনিধিসহ মোট ১৬ দলকে নিয়ে হবে এবারের কোপা। কিন্তু সেখানে খেলা হবে না নেইমারের।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন