নেইমার-সুয়ারেজ সম্পর্ক নিয়ে যা বললেন মেসি

গত কয়েক বছর ধরে বার্সেলোনা শিবিরের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। একের পর এক ব্যাক্তিগত সাফল্যে নিজেকে একক উচ্চতায় নিয়ে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক। সম্প্রতি বার্সেলোনা শিবিরে মেসির পর সেরা হওয়ার দৌড়ে রয়েছেন লুইস সুয়ারেজ ও নেইমার। লাতিন ফুটবলের এই দুই তারকা সেরা হওয়ার দৌড়ে থাকলেও তাদের মাঝে বড় কোনো প্রতিদ্বন্দ্বীতা নেই বলে জানিয়েছেন লিওনেল মেসি।
গত মৌসুমে ত্রয়ী হিসেবে সব প্রতিযোগিতায় সবোচ্চ গোলের রেকর্ড গড়েছেন মেসি-নেইমার-সুয়ারেজ। চলতি মৌসুমেও অপ্রতিরোধ্য রয়েছেন তারা। এখন পর্যন্ত সব প্রতিযোগিতায় বার্সা এই ত্রিফলা করেছেন মোট ৯৪ গোল। কাতালান ক্লাবটিকে শিরোপা জেতাতে এমএসএন ত্রয়ী সেরাটা দিলেও নিজেদের মাঝে ব্যাক্তিগত কোনো প্রতিযোগিতা নেই বলে দাবী তাদের।
এ প্রসঙ্গে এল গ্রাপিকোকে দেওয়া সাক্ষাতকারে মেসি বলেন, ‘আমরা প্রত্যেকেই বার্সেলোনার জন্য খেলি। তাই এখানে কোনো প্রতিযোগিতা থাকার কথা নয়। আমাদের দলটিকে উপস্থাপন করতে আমরা সেরা পেশাদারিত্বের পরিচয় দিতে চাই। মাঝে মাঝে বিভিন্ন নিয়মের পরিবর্তন আসতে পারে তবে আমাদের মাঝে বড় কোনো প্রতিদ্বন্দ্বীতা নেই। সম্ভবত সবাই লাতিন অঞ্চলের হওয়ায় আমাদের তিনজনের ভাবনাতেও বেশ মিল রয়েছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন