সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নেই নির্দয় যানজট : মহাসড়ক জুড়ে বইছে স্বস্তির হাসি

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কজুড়ে বইছে স্বস্তির হাসি। বিগত বছরগুলোর নির্দয় যানজট নামক ভোগান্তির অবসান ঘটিয়ে এ মহাসড়কের যাত্রাপথে এবার এসেছে স্বস্তি। যাত্রাপথের এ স্বস্তির কারণ হিসেবে যাত্রীসহ পরিবহনে সংশ্লিষ্টরা মনে করছেন সরকারের মহাসড়ক সম্প্রসারণের কাজ বন্ধসহ পুলিশ প্রশাসনের নিরলস পরিশ্রম। এ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তারা।

পুলিশ ও স্থানীয়দের তথ্যে জানা যায়, দেশের উত্তর ও দক্ষিণবঙ্গসহ ২৬টি জেলার মিলনপথ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক। দেশের সবচেয়ে বেশিসংখ্যক জেলার পরিবহন যাত্রাপথ হিসেবে ব্যবহার করছে এই মহাসড়ক।

শনিবার সকাল থেকে রাত ৯টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশের মির্জাপুর থেকে বঙ্গবন্ধু সেতু এলাকা পর্যন্ত ৭০ কিলোমিটার সড়কে যানজট ছিল না বললেই চলে। এ সময়টুকু নির্বিঘ্নে চলাচল করেছে বিভিন্ন শ্রেণির পরিবহন। তবে পরিবহনের চাপ ছিল অস্বাভাবিক। রাত ৯টার পর থেকে প্রায় ২০ মিনিট বঙ্গবন্ধু সেতুর টোল নেয়া বন্ধ থাকায় এ সময়টুকু ভোগান্তির শিকার হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের পরিবহনগুলো। এছাড়া দিনের বাকি সময় নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন চালকসহ ঘরমুখো মানুষ।

সরেজমিনে টাঙ্গাইলের মির্জাপুর, বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশ, এলেঙ্গা, রাবনা বাইপাস, আশেকপুর বাইপাস করটিয়া ও তারুটিয়ায় দেখা গেছে স্বাভাবিক যান চলাচল।

স্বস্তি প্রকাশ করে ঢাকা থেকে আসা টাঙ্গাইলের মোহতাজ বিল­াহ রুবেল, সুমন মিয়াসহ কয়েকজন বাস যাত্রী জানান, বিগত বছরগুলো ঈদযাত্রা আর এবারের বাসযাত্রায় ঘটেছে সীমাহীন পরিবর্তন। মহাসড়কে পরিবহনের চাপ থাকলেও তুলনামূলকভাবে যানজট নেই বললেই চলে। বিশেষ করে মহাসড়কের টাঙ্গাইল অংশে। এছাড়া মহাসড়কের ঢাকা থেকে গাজীপুর জেলার চন্দ্রা পর্যন্ত এলাকায় কিছুটা যানজট থাকলেও ঈদ মৌসুম হিসেবে সেটা খুবই স্বাভাবিক। সরকারের মহাসড়কের চার লেন সম্প্রসারণের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত ও জেলা পুলিশ প্রশাসনের নিরলস দায়িত্ব পালনের ফলে এটি সম্ভব হয়েছে বলে মনে করছেন তারা। এ নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন।

বাসচালক রঞ্জু মিয়া জানান, বছরের অন্যান্য সময়ের চেয়েও অল্পসময়ে তারা যাতায়াত করতে পারছে। সরকারের মহাসড়কের চার লেন সম্প্রসারণের কাজ বন্ধ রাখাসহ জেলা পুলিশ প্রশাসনের নিরলস দায়িত্ব পালন আর মহাসড়কে থ্রি হুইলার ও লেগুনা বন্ধ রাখায় যানজটমুক্ত চলাচল সম্ভব হয়েছে বলে মনে করছেন তারা। এ ব্যবস্থাপনা ঠিক থাকলে এ ঈদ মৌসুমে যানবাহন চলাচল স্বভাবিক থাকবে বলেও মনে করছেন তিনি।

এ প্রসঙ্গে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, দিনের সবটুকু সময়ই এ মহাসড়কে যানবাহনের অস্বাভাবিক চাপ ছিল। এ সত্ত্বেও কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি। যদিও রাত ৯টা থেকে প্রায় সাড়ে ৯টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু টোল প্লাজায় টোল নেয়া বন্ধ হওয়ায় যানজটের কিছুটা সম্ভাবনা দেখা দেয়। পুনরায় টোল আদায় শুরু করলে যান চলাচল স্বাভাবিক হয়।

বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। এছাড়াও ঈদের এই ব্যস্ততম সময়ে মহাসড়কে বড় ধরনের কোনো দুর্ঘটনা ও গাড়ি বিকল হওয়ার ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন

জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে ‍সুবিধা পাওয়া যাবে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন

ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত

ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন

  • শাকিব: আমার ক্যারিয়ারের সব বিগ হিট সিনেমা ঈদ ছাড়াই এসেছে
  • এক বছরের মধ্যে নির্বাচন চান ৬১.১% মানুষ, সংস্কার শেষে ৬৫.৯%
  • ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের সংঘর্ষ
  • ডেঙ্গুতে একদিনে আরও ১০ মৃত্যু
  • জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার পরামর্শ কমিশনের
  • দেশের সংকটে যে সমাধান দেখছেন তারেক রহমান
  • যে কারণে প্রতিমন্ত্রীর বাড়ির সামনে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ছিলেন বাণিজ্য উপদেষ্টা
  • ‘হেফাজতের আপত্তির মুখে’ নারায়ণগঞ্জে লালন মেলা বন্ধ
  • স্বর্ণের দামে ফের বড় লাফ, এগোচ্ছে নতুন রেকর্ডের দিকে
  • টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
  • রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা