নেই ব্যাট নেই বল আছে শুধু মাছ!
নেই ব্যাট, নেই বল। নেই ২২ গজের যুদ্ধ। আছে শুধু অখণ্ড অবসর। সেই অবসরে রিয়াদ-রুবেলরা মেতে আছেন ছুটির সাজে। দুদণ্ড সময় তারা হাতছাড়া করছেন না। বিশ্বকাপ, পাকিস্তান-ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের পর এই প্রথম লম্বা ছুটি পেয়েছেন ক্রিকেটাররা। এতদিন এতটাই ব্যস্ত সময় কাটিয়েছেন যে ঈদেও বাড়ি যাওয়া হয়নি তাদের। আর তাই এবার যখন লম্বা ছুটি পেলেন, তখন সবাই সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন ছুটিটাকে মধুর করতে।
ছুটির আনন্দ কতটা ক্রিকেটারদের মন ছুঁয়ে গেছে তা বোঝা যায় টেস্ট অধিনায়ক মুশফিকের কথায়। গতকাল একটি অনুষ্ঠানে বলেন, ‘২২ আগস্ট পর্যন্ত আমাদের অবসর। এই কমাসে আমাদের পরিবার অনেক কিছু ত্যাগ করেছে। ঈদের সময়ও আমরা বাড়ি যেতে পারিনি। এই ছুটিতে বাবা, মা, বোনদের সঙ্গে থাকব। চেষ্টা করব পুরোটা সময় তাদের দেয়ার।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন