নেতাকর্মীদের ধৈর্য ধরতে বললেন মির্জা ফখরুল
বিএনপির ক্ষুব্ধ নেতাকর্মীদের ধৈর্য ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, কাজ করে গেলে মূল্যায়ন হবেই।
নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটি প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেছেন, ‘এত বেশি যোগ্য লোকের সংখ্যা থাকে সেখানে সবাইকে জায়গা দেওয়া সম্ভব হয় না। সেদিক থেকে বিএনপিতে স্বাভাবিকভাবে সবাইকে জায়গা দেওয়া সম্ভব হয়নি।’ তিনি আরো বলেন, ‘সব রাজনৈতিক দলেই পদের জন্য প্রতিযোগিতা থাকে।’
আজ সোমবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মহাসচিব আরো বলেন, ‘শেষ কথা বলতে তো কিছু নেই। সব সময়ই পরবর্তী একটি বিষয় থাকে। সব রাজনৈতিক দলে পদের জন্য প্রতিযোগিতা থাকে। অন্য দলের প্রতিক্রিয়া বা অন্য ব্যক্তির প্রতিক্রিয়া থাকতে পারে। কিন্তু রাজনৈতিক শিষ্টাচার বলতে একটা কথা আছে। আমরা কিছু কিছু মন্তব্য শুনতে পাচ্ছি, যেটা অনভিপ্রেত বলে আমরা মনে করি।’
মির্জা ফখরুল আরো বলেন, ‘বিএনপির ভুল-ত্রুটি আপনারা খুঁজছেন। সরকারি দলের ভুল-ত্রুটি খুঁজছেন না। যখন গণতান্ত্রিক ব্যবস্থা ব্যহত হয়, গণতন্ত্র থাকে না, সরকারি চাপ মিডিয়ার ওপর পড়ে তখন বাধ্য হয়েই আমার মনে হয় এ ধরনের একটা প্রবণতা দেখা যায় যে বিরোধীদলকে যত দূর পারা যায় নিয়ন্ত্রণ করার জন্য।’
গত শনিবার ঢাকার নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ৫০২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে তিনটি পদে কারো নাম ঘোষণা করা হয়নি। কমিটি ঘোষণার পর বিভিন্ন মহলে এ নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। গণমাধ্যমগুলোতেও উঠে আসে পদবঞ্চিত নেতাদের ক্ষোভের কথা আর ক্ষমতাসীন দলীয় নেতাদের নানা মন্তব্য।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন