নেতাজির ১০০ গোপন ফাইল প্রকাশ করলেন মোদি
ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম সদস্য নেতাজি সুভাষ চন্দ্র বসু সম্পর্কিত ১০০টি গোপন ফাইল প্রকাশ্যে আনল ভারতের কেন্দ্রীয় সরকার। শনিবার নেতাজির ১১৯তম জন্মদিনে নয়াদিল্লিতে জাতীয় গ্রন্থাগারে এই ফাইলগুলো প্রকাশ করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময় সেখানে উপস্থিত ছিলেন নেতাজির পরিবারের সদস্যরাও।
কেন্দ্রীয় সরকারের কাছে থাকা নেতাজি সম্পর্কিত গোপন নথিপত্র প্রকাশ্যে আনা নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক চাপা উত্তাপ চলছিল। গত বছরের সেপ্টেম্বরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে থাকা ৬৪টি গোপন ফাইল প্রকাশ করে। সেসময়ই নেতাজিকে নিয়ে কেন্দ্রের কাছে থাকা অন্য গোপন ফাইলগুলো প্রকাশ্যে আনতে মোদি সরকারের উপর চাপ সৃষ্টি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তবে রাজ্য সরকারের তরফে প্রকাশিত নথিগুলোতে নেতাজির নিখোঁজ সম্পর্কিত কোন তথ্য না থাকলেও মমতার পদক্ষেপে নড়েচড়ে বসেন মোদি সরকার। অবশেষে ভারতবাসীর দীর্ঘদিনের দাবি মেনেই এদিন প্রকাশ করা হলো গোপন সেই ফাইলগুলো।
এদিন দুপুরে ন্যাশনাল আর্কাইভ নেতাজির মূর্তিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এরপর তিনি পুরো আর্কাইভ ঘুরে দেখেন। কথা বলেন নেতাজির পরিবারের পরিজনদের সঙ্গে। তবে আপাতত ১০০টি ফাইল প্রকাশ্যে এলেও এরপর প্রায় প্রতি মাসেই ২৫টি করে নেতাজি সম্পর্কিত এবং সেই সময়ের কিছু ফাইল প্রকাশ্যে তুলে ধরা হবে বলে স্থির করেছে দেশটির কেন্দ্রীয় সরকার।
তবে এদিন প্রকাশ হওয়া ফাইলগুলোতে নেতাজির নিখোঁজ রহস্য কতটা স্পষ্ট হবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে প্রকাশ হওয়া ফাইলগুলো ভবিষ্যতে নেতাজি গবেষকদের কাজে লাগবে বলেই কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে।
নেতাজি পরিবারের অনেকেই মনে করেন ১৯৪৫ সালেল ১৮ আগষ্ট তাইওয়ানের তাইহোকুতে বিমান দুর্ঘটনাই নেতাজির নিখোঁজের প্রধান কারণ। নেতাজির পরিবারের সদস্য হাভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং তৃণমূল সাংসদ সুগত বসুও জানান বিমান দুর্ঘটনাতেই নেতাজির প্রাণহানি ঘটেছিল। কিন্তু অনেকেই অবার সেই তথ্যে বিশ্বাস করেন না। তার মধ্যে উল্লেখযোগ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এদিন দিল্লিতে একদিকে যখন প্রধানমন্ত্রী নেতাজির ফাইল প্রকাশ করছেন ঠিক তখনই অন্যদিকে দার্জিলিং-এর একটি অনুষ্ঠানে উপস্থিত থেকে মমতা বলেন, ‘পশ্চিমবঙ্গ থেকে চলে যাওয়ার পর নেতাজীর কি হয়েছিল আমরা তা জানতে চাই। কেনই বা রটিয়ে দেওয়া হল যে তিনি বিমান দুর্ঘটনা মারা গেছেন? যদি তাই হতো তবে কেন ডিএনএ টেস্ট করা হল না? কিন্তু আমি বিশ্বাস করি নেতাজি তখন মারা যায়নি। আমার ধারণা ঠিকও হতে পারে আবার ভুলও হতে পারে। কিন্তু তথ্যই সত্যি কথা বলবে। আর আমরা চাই সেই সত্য সামনে আসুক। এটা জানার জন্য প্রয়োজন হলে রাশিয়া সরকারের সঙ্গে ভারতের কেন্দ্র সরকারকে কথা বলারও দাবি তোলেন মমতা।
প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর নেতাজির পরিবারের সঙ্গে দেখা করেই তাঁর নিখোঁজের রহস্য সম্পর্কিত গোপন ফাইলগুলোকে প্রকাশ্যে আনার সিদ্ধান্তের কথা ঘোষণা দিয়েছিলেন নরেন্দ্র মোদি।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন