নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর স্ত্রী সারার বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতন এবং কাজের উপযোগী পরিবেশ সৃষ্টি না করার অভিযোগ এনে দেশটির শ্রম আদালত এক রুল জারি করেছে নির্যাতিত গৃহকর্মী।
জেরুজালেমে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দাপ্তরিক বাসভবনের সাবেক মুখ্য কেয়ারটেকার মেনি নাফতালি ২০১৪ সালে অসদাচরণের অভিযোগে সারার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
নাফতালির অভিযোগের প্রেক্ষিতে ৪০ পৃষ্ঠার রায়ে আদালত জানায়, নাফতালি এবং অন্যান্য গৃহকর্মীদের তথ্যের ভিত্তিতে দেখা যায়, প্রকৃতপক্ষেই নেতানিয়াহুর স্ত্রী তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতেন এবং কাজের পরিবেশ বিষিয়ে তুলেছিলেন।
অতীতেও বহুবার স্বেচ্ছাচারিতার কারণে সংবাদের শিরোনাম হয়েছেন নেতানিয়াহুর স্ত্রী সারা। নিঃসন্দেহে বলা যায়, সারার এসব আচরণ এবং বিশেষ করে গৃহকর্মী নির্যাতনের ঘটনা নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারকে প্রভাবিত করবে। চতুর্থবরের মতো ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন নেতানিয়াহু।
এর আগেও ২০১০ সালে সারার বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনে অভিযোগ আদালত পর্যন্ত গড়িয়েছিল।
তবে আদালতের রায় সম্পর্কে তাৎক্ষণিক মন্তব্য করতে রাজি হয়নি প্রধানমন্ত্রীর দপ্তরের মুখপাত্র।
২০১২ সালে নাফতালি প্রধানমন্ত্রীর বাসভবনের চাকরি ছেড়ে দেন। এর আগে ২০ মাস ধরে সেখানে চাকরি কর্মরত ছিলেন। তিনি সারার বিরুদ্ধে অহেতুক বকাবকির অভিযোগ আনেন।
উদাহরণ স্বরূপ নাফতালি বলেন, আমাকে রাত তিনটার সময় ঘুম থেকে ধমক দিয়ে ডেকে প্যাকটজাত দুধ কিনে আনতে বলা হত।
আদালতের রায়ে অন্যান্য গৃহকর্মীদের বক্তব্য তুলে ধরে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের আচরণ তুলে ধরা হয়। এতে অমানবিক আচরণ, অপমান, অহেতুক চাহিদা ইত্যাদি বিষষের উল্লেখ রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন