নেপথ্যের নায়ক মোহাম্মদ আমির

টুর্নামেন্টের শুরুতে কেউ হয়ত ভাবতেই পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাটা পাকিস্তানের হাতে শোভা পাবে। কারণ এক দল তরুণকে নিয়ে একাদশ সাজিয়েছিল পাকিস্তান। খবর হয়েছিল, গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে ভারত নাকি ভিডিওতে পাক ক্রিকেটারদের চিনে নিচ্ছিলেন! কারণ নয়জনই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছেন। সেই তরুণরাই শিরোপা জয়ের কাণ্ডারি!
ভারতকে গুড়িয়ে দেয়ার পর পাকিস্তানের জয়ের নায়ক বলা হচ্ছে, সেঞ্চুরি করা তরুণ তুর্কি ফখর জামান ও পেসার হাসান আলিকে। আড়ালে চলে যাচ্ছেন দুর্ধর্ষ পেসার মোহাম্মদ আমিরের অবদান। আসল কাজটা কিন্তু তিনিই করে দিয়েছেন।
শুরুতেই ভারতের ব্যাটিং লাইনআপে ধস নামিয়েছেন তিনি। ফিরিয়েছেন একে একে তিন টপ অডার ব্যাটসম্যানকে। তার শিকার হয়েছেন ওপেনার রোহিত শর্মা (০), শিখর ধাওয়ান (২১) ও অধিনায়ক বিরাট কোহলি (৫)। জয়ের নেপথ্যের নায়ক কিন্তু তিনিই!
শুরুতেই যে ধাক্কা ভারতকে আমির দিয়েছেন। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা।
ভারতের কফিনে শেষ পেরেকে ঠুকেন হাসান আলি। টুর্নামেন্ট সেরা হয়েছেন তিনি।
আর ম্যাচ সেরা সেঞ্চুরি করা ফখর জামান।
আমির কিন্তু আড়ালেই রইলেন!
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন