নেপালকে উড়িয়ে টাইগ্রেসদের দ্বিতীয় জয়

নারী এশিয়া কাপে নেপালকে ৮২ রানে উড়িয়ে জয় উদযাপন করল বাংলাদেশের মেয়েরা। বর্তমান চ্যাম্পিয়ন ভারতের কাছে প্রথম ম্যাচ হারলেও টানা দুই ম্যাচ জিতল রুমানারা।
মঙ্গলবার ব্যাংককে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৩৩ রান করে বাংলাদেশ। জবাবে ফাহিমা খাতুনের বোলিং নৈপুণ্যে মাত্র ৪১ রানেই গুটিয়ে যায় নেপাল।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেছেন নিগার সুলতানার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান এসেছে সানজিদা ইসলামের ব্যাট থেকে। এ ছাড়া শিলা শারমিন ১৯ ও রুমানা আহমেদ করেছেন ১৭ রান।
১৩৪ রানের ন্যূনতম লক্ষ্যে ব্যাট করতে নেমে টাইগ্রেস লেগ স্পিনার ফাহিমা খাতুনের বোলিং তোপে নড়বড়ে হয়ে যায় নেপালের ব্যাটিং লাইন আপ। মাত্র ৮ রান দিয়ে ফাহিমা শিকার করেন ৪ উইকেট।
ফাতিমা ছাড়াও বল হাতে দ্যুতি ছড়িয়েছেন নাহিদা। ২ রান খরচায় ২টি উইকেট তুলে নেন তিনি। খালি হাতে ফেরেননি সুরাইয়া আমিন, রুমানা আহমেদ, জাহানারা আলম ও পান্না ঘোষ। নেপালের সিতা রানা মারগারের ১৫ রান ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পা রাখতে পারেনি।
বিস্তারিত আসছে…
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন