নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।
বাংলাদেশ নারী ফুটবর দলের প্রধান কোচ পিটার বাটলার আজকের ম্যাচে ৪-৩-৩ ফরমেশনে মেয়েদের মাঠে নামিয়েছিলেন। দলে একটি পরিবর্তন করে মোছা. সাগরিকার পরিবর্তে একাদশে রাখা হয়েছিল শামসুনাহার জুনিয়রকে। তিনি চোটের কারণে সেমিফাইনাল খেলতে পারেননি।
সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথমার্ধে নেপালের জালে বল ঠেলতে পারেনি বাংলাদেশ। সুযোগ পেয়েও লিড নেওয়া হয়নি। তবে স্বাগতিকরা আক্রমণ কিংবা বল দখলে কিছুটা এগিয়ে থেকেও গোল পায়নি। বিরতির আগে তাই দুই দল গোলশূন্য স্কোরলাইন রেখে ড্রেসিংরুমে গেছে।
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে গ্যালারি ভর্তি দর্শকের সামনে বাংলাদেশের সঙ্গে সমানতালে লড়াই করেছে নেপাল। আক্রমণে এগিয়ে থেকে স্বাগতিকরা চেষ্টা করেও গোল পায়নি। আক্রমণের শুরুটা বাংলাদেশ করেছে।
২ মিনিটের সময় বাংলাদেশের সামনে ভালো সুযোগ আসে। নেপালের একজন খেলোয়াড় গোলকিক নিতে গিয়ে ঠিকমতো মারতে পারেননি। বক্সের বাইরে থাকা তহুরা বল পেয়ে জোরালো শট নিলে তা ক্রসবারে লেগে প্রতিহত হয়। ফিরতি বলে তার হেড গোলকিপারের হাতে জমা হয়।
১০ মিনিটে সাবিত্রা ভান্ডারির পাসে আমিশা কার্কির ডি বক্সের বাইরে থেকে ডান পায়ের বুলেট গতির শট ক্রসবার কাঁপালে উৎসবে মাততে পারেনি দর্শকরা। প্রতিহত হলে হতাশ হতে হয় স্বাগতিকদের।
২৫ মিনিটে ফ্রিকিক থেকে গোলকিপার রুপনা চাকমা বল ঠিকমতো হাতে জমাতে পারেননি, বল পেয়ে সাবিত্রা শট নেওয়ার আগেই এক ডিফেন্ডার ক্লিয়ার করেন। নাহলে গোল হজম করতে হতো।
৩৪ মিনিটে মারিয়া মান্দার ফ্রিকিক ক্রসবারের অনেক ওপর দিয়ে যায়।
পরের মিনিটে গোলকিপারের ভুলে বক্সের বাইরে মনিকা পেয়ে ক্রসবারের অনেক ওপর দিয়ে মেরে সুযোগ হাতছাড়া করেন।
বিরতির পর খেলায় উত্তেজনা বাড়ে। আক্রমণ প্রতি আক্রমণে চলতে থাকে খেলা। গোলও আসে এই অর্ধে তিনটি। শুরুতে বাংলাদেশ এগিয়ে যায়। ৫২ মিনিটে আক্রমণ থেকে গোল আসে। সাবিনার পাসে প্রতিপক্ষের এক ডিফেন্ডার ক্লিয়ার করতে গিয়ে ডান দিকে ঠেলে দেন, সেই দেওয়া বলে বক্সের ভেতরে মনিকা ডিফেন্ডারবেষ্টিত অবস্থায় আগুয়ান গোলকিপারের পাশ দিয়ে বল ঠেলে দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাতেই উৎসবে মাতে লাল সবুজ দল।
চার মিনিট পর নেপাল সমতায় ফেরে। সাবিত্রা ভান্ডারির দারুণ এক পাসে আমিশা কির্কি বক্সে ঢুকে গোলকিপারের পাশ দিয়ে নিখুঁত শটে সমতা ফেরান। নিস্তব্ধ গ্যালারি জেগে ওঠে আনন্দে।
এরপর আরও তিনটি আক্রমণ থেকে গোল ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা। ৬১ মিনিটে সাবিত্রার শট দ্বিতীয় পোস্ট দিয়ে বাইরে চলে যায়। ৬৭ মিনিটে বক্সের বাইরে থেকে মারিয়া মান্দার জোরালো শট গোলকিপার আঞ্জিলা বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে এক হাত দিয়ে বল বাইরে পাঠিয়ে দেন।
১০ মিনিট পর রাশমির শট মাসুরার পা হয়ে গোলকিপার ঝাঁপিয়ে পড়ে লুফে নেন। দুই মিনিট পর বাংলাদেশ ম্যাচের লাগাম নিজেদের করে নিতে শুরু করে। ঋতুপর্ণার কর্নারে শামসুন্নাহার জুনিয়র ঠিকমতো লক্ষ্যে হেড নিতে পারেননি। বল মাথা ছুঁয়ে পোস্টের পাস দিয়ে চলে যায়।
তবে ৮১ মিনিটে বাংলাদেশ ব্যবধান বাড়ায়। শামসুন্নাহার সিনিয়রের থ্রো ইনে ঋতুপর্ণার বাঁ পায়ের সরাসরি ভাসিয়ে দেওয়া বল গোলকিপারের হাত ছুঁয়ে দ্বিতীয় পোস্টের মাঝামাঝি ভেতরের অংশে লেগে জড়িয়ে যায় জালে।
স্বপ্না রানী নামেন সাবিনার জায়গায়। যোগ করা সময়ের ৫ মিনিটে কোনও দলই পারেনি গোল করতে। রেফারির শেষ বাঁশি বাজতেই বাংলাদেশের শিবিরে বাধভাঙা আনন্দ। হাজারো দর্শককে স্তব্ধ করে সাবিনা-তহুরাদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। গোলাম রব্বানী ছোটনের পর পিটার বাটলারও ইতিহাসের অংশ হয়ে গেলেন!
বাংলাদেশের এবারের সাফ যাত্রা শুরু হয়েছিল পাকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে, এরপর পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে ৩-১ ব্যবধানে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। লাল সবুজের পতাকাবাহীরা সেমিফাইনালে ভুটানকে ৭-১ গোলে পরাজিত করে ফাইনালে উঠে।
এর আগে ২০২২ সালে নেপালকে ৩-১ গোলে পরাজিত করে প্রথম বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা অর্জন করেছিল।
বাংলাদেশের একাদশ: রুপনা চাকমা, আফঈদা খন্দকার, মাসুরা পারভীন, শিউলী আজিম, সাবিনা খাতুন (স্বপ্না রানী), শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
ভারতের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ১৩৩ রানের বিশাল ব্যবধানেবিস্তারিত পড়ুন