নেপালকে ৪১ রানে গুটিয়ে বড় জয় বাংলাদেশের
নেপাল মহিলা দলের বিপক্ষে অবশেষে রানে ফিরল বাংলাদেশ মহিলা দল। দলের দুই ওপেনার রানে ফেরায় রুমানা আহমেদরাও বড় স্কোর গড়েছে। এশিয়া কাপ মহিলা ক্রিকেটের তৃতীয় ম্যাচে এসে ১০০-র বেশি রান করেছে বাংলাদেশ। দলও জিতেছে বড় ব্যবধানে। বাংলাদেশ প্রথমে ব্যাট করে চার উইকেটে ১৩৩ রান করে। এরপর ফাহিমা খাতুনের চার উইকেটে নেপাল মহিলা দলকে মাত্র ৪১ রানে অলআউট করে বাংলাদেশ। ৯২ রানের বড় জয় পান রুমানারা।
ব্যাংককের এশিয়ান ইনিস্টিটিউট অব টেকনোলজি মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনিং জুটিতে সানজিদা ও নিগার সুলতানা ৭১ রানের জুটি গড়েন। সানজিদা ৪০ বলে পাঁচ চারে ৩৫ রানে আউট হন। নিগার ৪১ বলে এক চারে করেন ৩৯ রান। এরপর শায়লা শারমিনের ১৭ বলে ১৯ এবং অধিনায়ক রুমানার ৯ বলে ১৭* রানের ঝড়ো ইনিংসে ১৩৩ রান করে বাংলাদেশ। নেপালের সঙ্গিতা রায় ৩১ রান দিয়ে দুই উইকেট নেন।
ভালো ব্যাটিংয়ের পর নাহিদা আক্তার ও ফাহিমা খাতুনের দুর্দান্ত বোলিংয়ে দাঁড়াতেই পারেনি নেপাল মহিলা দল। নেপালের একজন মাত্র দুই অংকের ঘরে পৌছেছেন। ওপেনার সিতা রানা মাগার ১৪ বলে সর্বোচ্চ ১৫ রান করেন। ফাহিমা আট রান দিয়ে নেন চার উইকেট। নাহিদা ৩ দশমিক ৩ ওভারে মাত্র ২ রান দিয়ে নেন দুই উইকেট।
শেষদিকে জাহানারা আলম দুই ওভার বোলিং করে দুই রান দিয়ে পান একটি উইকেট। ১৭৩ ওভারে মাত্র ৪১ রানে অলআউট হয় মেয়েরা। তবে রুমানাদের কঠিন পরীক্ষা দিতে হবে আজ। ফাইনালে যেতে হলে নিজেদের চতুর্থ ম্যাচে বুধবার পাকস্তানের বিপক্ষে জিততে হবে। হারলে ফাইনালে আশা কার্যত শেষ হয়ে যাবে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ৯টায়।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ মহিলা দল ১৩৩/৪, ২০ ওভারে (সানজিদা ইসলাম ৩৫, নিগার সুলতানা ৩৯, শায়লা শারমিন ১৯, রুমানা আহমেদ ১৭*। রানা মাগার ১/১৮, সঙ্গিতা রায় ২/৩১)।
নেপাল মহিলা দল ৪১/১০, ১৭,৩ ওভারে (সিতা রানা ১৫, ইন্দু বার্মা ৯। সুরায়া আজমিম ১/১৪, নাহিদা আক্তার ২/২, ফাহিমা খাতুন ৪/৮, রুমানা ১/৭, জাহানারা আলম ১/২, পান্না ঘোষ ১/৮)।
ফল : বাংলাদেশ মহিলা দল ৯২ রানে জয়ী।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন