নেপালে পাঁচ ফুটবলার গ্রেফতার
ম্যাচ-ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে নেপালের পাঁচ ফুটবলারকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ফুটবলারদের মধ্যে নেপাল জাতীয় দলের অধিনায়কও রয়েছেন। বুধবার এসব সাবেক ও বর্তমান ফুটবলারকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ২০০৮ সালের পর থেকে বিভিন্ন সময়ে ম্যাচ-ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পেয়েছে পুলিশ। বিশ্বকাপ বাছাইপর্ব ও সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে দেশটির ফুটবলারদের জন্য এটি বড় ধাক্কা।
গ্রেফতার হওয়া ফুটবলাররা হলেন- অধিনায়ক সাগর থাপা, সন্দীপ রায়, রিতেশ থাপা, বিকাশ সিংহ ছেত্রি ও অঞ্জন কুমার। কাঠমান্ডু মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা সরবেন্দ্র খানাল বলেছেন, ‘খেলোয়াড়দের ব্যাংক অ্যাকাউন্ট প্রাথমিকভাবে পরীক্ষা করে ফিক্সিংয়ে জড়িত থাকার প্রমাণ পেয়েছি আমরা। খেলোয়াড়দের সঙ্গে বিভিন্ন দেশের বুকি ও ফিক্সারদের যোগাযোগ রয়েছে।’ পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তদন্তের সঙ্গে দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনকেও (আনফা) সম্পৃক্ত করা হবে। তাৎক্ষণিকভাবে আনফার কোনো কর্মকর্তার মন্তব্য পাওয়া যায়নি।
নেপাল ফুটবলে ফিক্সিংয়ের বিষয়টি সামনে আসে গত বছর। যখন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার পক্ষ থেকে সভাপতি গনেশ থাপার সময়ের আর্থিক অনিয়মের তদন্ত শুরু হয়। যিনি এশিয়ান ফুটবল কনফেডারেশনেরও (এএফসির) ভাইস প্রেসিডেন্ট ছিলেন। নেপাল জাতীয় দলের সাবেক ফুটবলার গনেশ থাপা দীর্ঘ সময় ধরে আনফার সভাপতির দায়িত্ব পালন করেছেন। চারজন সহ-সভাপতির সঙ্গে তার লড়াই চলছিল। চলতি বছর শুরুর দিকে সভাপতির পদ থেকে সরে যেতে হয়েছে থাপাকে। গত বছর এ বিষয়ে তদন্তের জন্য আনফা ফিফাকে আহ্বান জানায়। ওয়েবসাইট।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন