নেপালে ভূমিধসে ৩৩ জনের মৃত্যু
নেপালে ভারি বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার কারণে সৃষ্ট ভূমিধসের ঘটনায় কমপক্ষে ৩৩ জনের মৃত্যু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। বুধবার কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
মৌসুমি বৃষ্টিপাতের কারণে দেশের অভ্যন্তরীন নদীগুলোর পানি বেড়ে যাওয়ায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ভারি বৃষ্টিপাত ও বন্যায় বেশ কিছু এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে। প্রাকৃতিক দুর্যোগে বহু ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার থেকে এ পর্যন্ত ভারি বৃষ্টিপাত ও বন্যায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে প্রায় ২৩ জন।
উদ্ধারকর্মীরা হেলিকপ্টার এবং নৌকা দিয়ে বন্যায় প্লাবিত গ্রামগুলো থেকে লোকজনকে উদ্ধার করছেন। উদ্ধারকর্মীরা বলছেন, ‘আমরা এখন উচ্চমাত্রার সতর্কতায় রয়েছি। আমাদের উদ্ধারকারী দল সারারাত অনুসন্ধান এবং উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
নেপাল এবং প্রতিবেশী ভারতে প্রতিবছর মৌসুমি বৃষ্টিপাত, বন্যা এবং ভূমিধসের ঘটনায় বহু মানুষের মৃত্যু হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন