সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নেপিয়ার থেকেও শূন্যহাতে ফিরছেন মাশরাফিরা

ক্রাইস্টচার্চ, নেলসনের পর নেপিয়ার। নিউজিল্যান্ড সফরের তৃতীয় শহর থেকেও শূন্য হাতে ফিরে যাচ্ছে বাংলাদেশ দল। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে পরপর চার ম্যাচ হারা বিধবস্ত বাংলাদেশ দল বুধবার এখান থেকে রওয়ানা হয়ে যাবে তাওরাঙ্গার উদ্দেশে। সেখানকার মাউন্ট মোঙ্গানিউর মাঠে ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচও হবে একই ভেন্যুতে।

প্রশান্ত মহাসাগরের হকস বে লাগোয়া ছবির মতো সাজানো শহর নেপিয়ারের প্রেমে পড়ে গিয়েছিল ক্রিকেটাররা। এখানকার ভারতীয় রেস্টুরেন্ট সঙ্গম, টার্কিস রেস্টুরেন্ট কালিম, ম্যাকডোনাল্ড, কেএফসিও ছিল তাদের পছন্দের তালিকায়। নেলসনের শেষ ওয়ানডের শুরুতে মনে হয়েছিল বাংলাদেশ কিউইদের ইংরেজি নববর্ষ উদযাপনটাই বুঝি মাটি করবে। কিন্তু মিডল অর্ডার হুড়মুড় ভেঙে পড়লে বছরটাই হার দিয়ে শেষ করে টিম টাইগার্স। আর নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টি হেরে বাকি ষোলকলাও পূর্ণ হলো যেন। হার দিয়ে তারা শুরু করল বছরটাও। ক্রিকেটাররা হারলেতো শুধু তারাই হারে না। বাংলাদেশও হারে। মঙ্গলবার নেপিয়ারের হার দিয়ে বাংলাদেশেরও শুরু হলো নতুন বছর।

ক্রাইস্টচার্চ-নেলসনের তিন ওয়ানডেতে দেখা গিয়েছিল বাংলাদেশ এক ম্যাচে ব্যাটিং ভালো করলে পরের ম্যাচে খারাপ করে বোলিং। কিন্তু নেপিয়ারের ম্যাকলিন পার্কে কোনও সেক্টরেই ভালো করল না দল। অথচ এই ম্যাকলিন পার্কের খেলা দিয়ে বাংলাদেশ দল এর উইকিপিডিয়াতেও ঢুকে পড়েছে! কারণ মঙ্গলবারের ম্যাচটি ছিল ম্যাকলিন পার্কের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এখন সে উইকিপিডিয়ায় এও উঠলো এ মাঠটির প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ নামের দেশটির জাতীয় ক্রিকেট হেরেছিল ৬ উইকেটে।

ম্যাকলিন পার্কের মাঠ ছিল ছোট। উইকেট ছিল ব্যাটিং বান্ধব। কিন্তু টপ অর্ডার কী করে উইকেট বিলিয়ে দিয়ে আসতে পারে তা সবাই আবার চোখের সামনে দেখল। সাকিব আল হাসান বাংলাদেশের মূল আন্তর্জাতিক টি-টোয়েন্টি তারকা। সাকিব যখন মাঠে নামছিলেন তখন ভাষ্যকাররা তার নানা কীর্তির প্রশংসা করছিলেন। কিন্তু সাকিব যেভাবে আউট হয়ে ফিরে আসছিলেন তখন তার কথাগুলোই মনে পড়ছিল। সোমবার নেপিয়ারে সাকিব মিডিয়াকে বলেছেন ভালো খেলা খারাপ খেলা এসব আর এখন তাকে ভাবায় না। এক সময় ভাবাতো। এখন সুযোগ পেলে দলের জন্যে ভালো খেলার চেষ্টা করেন। ক্রিকেটের কারণে তার বয়সী বাংলাদেশি শীর্ষ ধনাঢ্য ব্যক্তিদের অন্যতম সাকিবের ব্যর্থতা বাংলাদেশকে যে ভাবায়-কাঁদায় তাও কি সাকিব আর ভাবেন না?

চোটের কারণে মুশফিক দলে নেই। বাংলাদেশের মারকুটে অপর তিন ব্যাটসম্যান তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমানকে নিয়ে দর্শকদের কত আশা ছিল এদিন। কিন্তু ফর্মে থাকা তারা যেভাবে ফিরে গেলেন এর কী ব্যাখ্যা হতে পারে? অথচ নিউজিল্যান্ড সফরের তিন ওয়ানডেতে রান না পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদ মঙ্গলবার সতীর্থদের চোখে আঙ্গুল দিয়ে দেখালেন উইকেটে জমে থাকলে কী করে বাঘা কিউই বোলারদেরও মেরে সীমানা পার করা যায়। দেশের আরেক টি-টোয়েন্টি স্পেশালিস্ট অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও এদিন রান পেলেন না! কোথায় দুঃখ লুকাবে বাংলাদেশ?

ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সবক্ষেত্রেই যে ম্যাকলিন পার্কে বাংলাদেশ ব্যর্থ, মঙ্গলবারের মিডিয়া ব্রিফিংয়ে তা অস্বীকার করেননি অধিনায়ক। এক কথায় বলেছেন ‘আমরা পারিনি।’ দলের ভরসার ব্যাটসম্যানরা কেন রান পাচ্ছেন না এর কোন ব্যাখ্যাও অধিনায়কের কাছে নেই। আবার বলেছেন হয়তো মনোসংযোগের সমস্যা। এসব সমস্যা কাটিয়ে উঠতে আর কতদিন লাগবে? কেউ জানে না। এসবের মাঝে আবার নতুন উপসর্গ দেখা দিয়েছে। দোষাদোষীর উপসর্গ! একজন দোষ দিচ্ছেন আরেকজনকে।

বাংলাদেশে এসব সমস্যা এক সময় ছিল। মাঝে বেশ কিছুদিন ছিল না। তা আবার ফিরে এসেছে। সবাই সামনের দিকে যায়। বাংলাদেশ হাঁটা দিয়েছে পেছনের দিকে!দলের এখন যে অবস্থা, একটা জয় বদলে দিতে পারে সবকিছু। চারটা ম্যাচ চলে গেল। জয় এখনও অধরাই থাকল। দলের এখনকার অবস্থায় মাউন্ট মোঙ্গানুইতে জিতবে কী করে বাংলাদেশ? দেশবাসীর কত যে আশা ছিল।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি