নেশার টাকা না পেয়ে স্ত্রীর শরীর ঝলসে দিলো পাষন্ড স্বামী

টিপু সুলতান (রবিন). সাভার (ঢাকা): সাভারে নেশার টাকা না দেওয়ায় সাবেক স্ত্রীর শরীর এসিড ছুড়ে ঝলসে দিয়েছে হানিফ শেখ নামে এক পাষন্ড স্বামী। এঘটনায় স্থানীয়রা এসিড নিক্ষেপকারী হানিফকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে।
সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার বলিভদ্র বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
আটক হানিফ সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন ঝাউল গ্রামের আবদুল কুদ্দুস শেখের ছেলে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির বলেন, রাতে বলিভদ্র বাজারের হাশেম প্লাজার পিছনে এসিড নিক্ষেপের ঘটনা জানতে পারে পুলিশ। পরে ঘটনাস্থল থেকে এসিড নিক্ষেপের অপরাধে হানিফকে আটক করে থানায় আনা হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরো বলেন, নেশারা টাকা না দেওয়ায় হানিফ তার সাবেক স্ত্রীকে পিটিয়ে আহতের পর শরীরে এসিড ঢেলে হত্যার চেষ্টা করে। পরে দ্রুত উদ্ধার করে এসিডদগ্ধ গৃহবধূকে প্রতিবেশীরা প্রথমে স্থানীয় নাগরিক ক্লিনিকে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
নাগরিক ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম জানান, ওই গৃহবধূর শরীরের ৩০ শতাংশ ঝলসে গেছে। এছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

সকাল থেকে ঢাকায় বৃষ্টি
ঢাকায় অফিস শুরুর ঠিক আগ মুহূর্তে নামা ঝুম বৃষ্টিতে নগরবাসীবিস্তারিত পড়ুন