নোট আনতে গিয়ে গণধর্ষণের শিকার
রংপুর নগরীর নর্দান নার্সিং ইনস্টিটিউটের দুই ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় এলাকাজুড়ে তোলপাড় চলছে। এ ঘটনায় ৫ জনকে আসামি করে থানায় মামলা হলে পুলিশ মঙ্গলবার রাতে একজনকে গ্রেপ্তার করেছে।
মামলা সূত্রে জানা গেছে, রংপুর নগরীর গঙ্গাচড়া সড়কে নর্দান নার্সিং ইনস্টিটিউট এবং মেডিকেল কলেজ হাসপাতাল অবিস্থত। গত ২৭শে অক্টোবর বৃহস্পতিবার রাতে নর্দান নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের দুই ছাত্রী কলেজের পাশে মেরাজ ছাত্রাবাসে তাদের দুই সহপাঠীর কাছে যান নোট আনতে। বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে ওই প্রতিষ্ঠানের তৃতীয় বর্ষের ছাত্র আলমগীর দুই ছাত্রীকে ছাত্রাবাসের ভিতরে যেতে বলে। এরপর দুই ছাত্রীর বন্ধুকে আটকে রেখে আলমগীর ও তার চার সহযোগী রাতভর দুই ছাত্রীকে ধর্ষণ করে। ধর্ষণের চিত্র মোবাইল ফোনে ধারণ করে মোটা অংকের টাকা দাবি করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। এরপর ঘটনাটির বিচার চেয়ে ওই দুই ছাত্রী ইনস্টিটিউট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেয়। কিন্তু কর্তৃপক্ষ কালক্ষেপণ করে। বিচার না পেয়ে অবশেষে ১লা নভেম্বর রাতে কোতয়ালী থানায় ওই দুই ছাত্রী উপস্থিত হয়ে ঘটনা খুলে বলেন ওসিকে। এরপর আলমগীর হোসেনসহ ৫ জনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন এক ছাত্রী।
আলমগীরের বাড়ি নীলফামারী জেলার জলঢাকা উপজেলায়। এ ঘটনার খবর শুনে জেলা প্রশাসক রাহাত আনোয়ার থানায় ছুটে যান এবং ভিকটিম সাপোর্ট সেন্টারে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক সহায়তার আশ্বাস দেন। ছাত্রাবাস এলাকার হামিম, করি ও রুবেল জানান, ওই ছাত্রাবাসে এর আগেও এ ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। নার্সিং ইনস্টিটিউট কর্তৃপক্ষের কোনো নজরদারি না থাকায় এ ধরনের ঘটনা ঘটছে। তার এ ঘটনার জন্য দোষীদের দৃষ্টান্তমূলক দাবি জানিয়েছেন। নর্দান নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ সুফিয়া খাতুন সাংবাদিকদের জানান, ধর্ষণের শিকার শিক্ষার্থীরা সোমবার তাকে বিষয়টি জানিয়েছেন।
এরপর মঙ্গলবার তাদের থানায় গিয়ে মামলা করার জন্য বলেছি। এর বেশি তিনি কোনো কথা বলেননি। এ ব্যাপারে কোতয়ালি থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ার জানান, দোষীদের শাস্তি নিশ্চিতে এবং তাদের সব ধরনের সহায়তা করা হবে। এদিকে এ ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থী ও সচেতন সমাজ মানববন্ধন সমাবেশ করে। প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন সমাবেশে এ ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য প্রশাসনকে আরো তৎপর হওয়ার আহ্বান জানান। এতে বক্তব্য রাখেন, ডা. সৈয়দ মামুন, তানভীর জামান আশরাফী প্রমুখ। #মানবজমিন
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
ধর্ষণের অভিযোগ ওঠার পর পদ হারালেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি
ধর্ষণের অভিযোগ ওঠার পর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে গাজীপুর জেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন
ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামকে রাজধানীরবিস্তারিত পড়ুন