নোবেল পুরস্কারের তারিখ ঘোষণা

বিশ্বের সবচেয়ে সম্মানসূচক পুরস্কার হিসেবে স্বীকৃত নোবেল পুরস্কার ঘোষণার তারিখ জানিয়েছে এই পুরস্কারের কর্তৃপক্ষ রয়েল সুইডিশ একাডেমি। বার্তা সংস্থা এপি খবরটি নিশ্চিত করেছে।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, পুরস্কারের তারিখ ঘোষণার ঐতিহ্যে এবার খানিকটা ব্যতিক্রম হয়েছে। তারা জানিয়েছে, সাধারণত যে সময় নোবেল সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়, এবার সেই পুরস্কার ঘোষণার তারিখ পিছিয়ে গেছে।
এদিকে রয়টার্সের খবরে বলা হয়েছে, ৩ অক্টোবর ওষুধ, ৪ অক্টোবর রসায়ন, ৫ অক্টোবর পদার্থবিদ্যা, ৭ অক্টোবর শান্তি ও ১০ অক্টোবর অর্থনীতিতে পুরস্কার ঘোষণা করা হবে। আর সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে ১৩ অক্টোবর।
উল্লেখ্য, ১৮৯৫ সালের নভেম্বর মাসে আলফ্রেড নোবেল তার মোট উপার্জনের ৯৪% (৩ কোটি সুইডিশ ক্রোনার) দিয়ে তার উইলের মাধ্যমে নোবেল পুরস্কার প্রবর্তন করেন। এই বিপুল অর্থ দিয়েই শুরু হয় পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার প্রদান। ১৯৬৮ তে তালিকায় যুক্ত হয় অর্থনীতি। অবশ্য পুরস্কার ঘোষণার আগেই মৃত্যুবরণ করেছিলেন আলফ্রেড নোবেল।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন