নোয়াখালীতে ‘অস্ত্রসহ’ দুজন আটক
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় ‘অস্ত্রসহ’ দুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১।
গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার দেউটি ইউনিয়নের মুহিতখোলা গ্রাম থেকে ওই দুজনকে আটক করা হয়।
আটক দুজন হলেন ফিরোজ আলম ও নিয়াজ মাহমুদ শাওন। তাঁদের কাছ থেকে একটি কাটা রাইফেল, চারটি দা, একটি চাপাতি ও বেশ কিছু ছুরি উদ্ধার করা হয় বলে র্যাব দাবি করেছে।
র্যাব-১১-এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) কল্লোল কুমার দত্ত জানান, গতকাল দিবাগত রাতে তাঁর নেতৃত্বে মুহিতখোলা গ্রামে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। পরে তাঁদের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করা হয়।
র্যারের এ কর্মকর্তা জানান, দুজনের বিরুদ্ধে সোনাইমুড়ি থানায় মামলা রয়েছে। আজ সকালে তাঁদের সোনাইমুড়ি থানায় হস্তান্তর করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
নোয়াখালীর সদর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে সতের বছর বয়সী এক কিশোরীকেবিস্তারিত পড়ুন
ভিক্ষুকে সয়লাভ নোয়াখালীর শহর
নোয়াখালী জেলা শহর মাইজদী এখন ভিক্ষুকের শহরে পরিণত হয়েছে। যদিওবিস্তারিত পড়ুন
নোয়াখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ
পেট্রলবোমা হামলার মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাবিস্তারিত পড়ুন