নোয়াখালীতে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
নোয়াখালী : সদর উপজেলার দাদপুর ইউনিয়নে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় কয়েকটি দোকান ভাঙচুর করা হয়।
শনিবার রাত সাড়ে ১১টা থেকে রাত ৩টা পর্যন্ত খলিফারহাট বাজারে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন- দাদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ জহির তার দলের কর্মী বাবর, রাকিবসহ ১০ জন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে স্থানীয় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ জহির খলিফারহাট বাজারে বসে একটি সালিশি বৈঠক করছিলেন। এ সময় ২৫/৩০ জনের একদল দুর্বৃত্ত বাজারে এসে জহিরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকলে জহির উদ্দিন দৌড়ে পালিয়ে যায়। পরে জহিরের সমর্থকদের মধ্যে হামলাকারীদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জহিরসহ অন্তত ১০ জন আহত হয়। এ সময় হামলাকারীরা জহিরের ৪টি দোকান ও একটি অফিস ভাঙচুর করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ জহির জানান, সদ্য শেষ হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনিসহ তার দলের লোকজন আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনের পক্ষে ভোট করেন। নির্বাচনে বিপুল ভোটে দেলোয়ার হোসেন জয়ী হন। এ পরাজয়ের জের ধরে রাতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) মিজানুর রহমান শিপন বহিরাগত সন্ত্রাসী দিয়ে এ হামলার ঘটনা ঘটিয়েছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, দু’পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই রাউন্ড ফাঁকা গুলি করা হয়েছে।
নোয়াখালীতে নাতনি ধর্ষণের মামলায় দাদা গ্রেপ্তার..!!
নোয়াখালীতে মামা-ভাগ্নির গভীর ‘প্রেম’, তারপর শেষ পরিণতি…
এই সংক্রান্ত আরো সংবাদ
নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
নোয়াখালীর সদর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে সতের বছর বয়সী এক কিশোরীকেবিস্তারিত পড়ুন
ভিক্ষুকে সয়লাভ নোয়াখালীর শহর
নোয়াখালী জেলা শহর মাইজদী এখন ভিক্ষুকের শহরে পরিণত হয়েছে। যদিওবিস্তারিত পড়ুন
নোয়াখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ
পেট্রলবোমা হামলার মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাবিস্তারিত পড়ুন