নোয়াখালীতে ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ
দুদকের মামলায় অভিযুক্ত নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান আবদুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে শিক্ষার্থীদের দিয়ে বিক্ষোভ করেছে বিএনপি নেতা কর্মীরা। এসময় এলাকাবাসীসহ প্রতিপক্ষের হামলায় স্কুলছাত্র সহ অন্তত ১০ জন আহত হয়েছে।
বুধবার দুপুরে ইউনিয়নের ছাতারপাইয়া বাজারে এ বিক্ষোভ ও হামলার ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহতদের নামপরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, বুধবার চেয়ারম্যান সমর্থীতরা বিএনপি নেতা কর্মীরা স্থানীয় স্কুলছাত্রীদের দিয়ে ছাতারপাইয়া ইউপি চেয়ারম্যান আবদুর রহমানের গ্রেফতারের প্রতিবাদে এবং মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল বের করে। এসময় প্রতিপক্ষের লোকজন মিছিলে বাঁধা দেয়। এতে উভয়পক্ষের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় স্কুলছাত্র সহ অন্তত ১০ জন আহত হয়েছে। এনিয়ে ওই এলাকায় উত্তেজন বিরাজ করছে।
সেনবাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুদকের মামলায় গ্রেফতার হওয়া চেয়ারম্যানের পক্ষে বিএনপি সমর্থীত নেতা কর্মীরা ছাত্র-ছাত্রীদেরকে দিয়ে মিছিল বের করে, যা স্কুলের সাথে কোন সম্পৃততা নেই। এ জন্য স্কুলের প্রধান শিক্ষককে দায়ী করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আনে।
উল্লেখ্য, অবৈধ সম্পদ অর্জন ও ভোগ দখল এবং হিসাব বিবরণীতে সম্পদের হিসাব গোপন করে মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে দুদুকের মামলায় সোমবার দুপুরে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমানকে আটক করে সুধারাম থানা পুলিশ।
দুর্নীতি দমন কমিশন নোয়াখালী সমন্বয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. মশিউর রহমান বাদী হয়ে সুধারাম থানায় দুর্নীতির মামলা করে। ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
নোয়াখালীর সদর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে সতের বছর বয়সী এক কিশোরীকেবিস্তারিত পড়ুন
ভিক্ষুকে সয়লাভ নোয়াখালীর শহর
নোয়াখালী জেলা শহর মাইজদী এখন ভিক্ষুকের শহরে পরিণত হয়েছে। যদিওবিস্তারিত পড়ুন
নোয়াখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ
পেট্রলবোমা হামলার মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাবিস্তারিত পড়ুন