নোয়াখালীতে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার !!

নোয়াখালী প্রতিনিধি: আজ রবিবার (১৯ মার্চ) বেলা ১১ টার দিকে নোয়াখালী সদর উপজেলার মাইজদী থেকে পান্না আক্তার (২০) নামের এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে সুধারাম থানা পুলিশ। উপজেলার পশ্চিম মাইজদী গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়। মৃত পান্না আক্তার ওই গ্রামেরই ফারুক আহম্মদের স্ত্রী।
স্থানীয়রা সূত্রে জানান, সকাল ১০টার দিকে পান্নার বাড়ির ছাদের রডের সাথে ওড়না পেচানো অবস্থায় তার লাশ ঝুলতে দেখেন স্থানীয় লোকজন। পরে বিষয়টি সুধারাম থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহত পান্না আক্তারের মৃতদেহ উদ্ধার করেন। পারিবারিক কলহের জের ধরে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে জানা গেছে পান্না আক্তার নিজেই আত্মহত্যা করেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
নোয়াখালীর সদর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে সতের বছর বয়সী এক কিশোরীকেবিস্তারিত পড়ুন

ভিক্ষুকে সয়লাভ নোয়াখালীর শহর
নোয়াখালী জেলা শহর মাইজদী এখন ভিক্ষুকের শহরে পরিণত হয়েছে। যদিওবিস্তারিত পড়ুন

নোয়াখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ
পেট্রলবোমা হামলার মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাবিস্তারিত পড়ুন