নোয়াখালীতে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার
নোয়াখালী সদর উপজেলার শল্লা গ্রামে যৌতুকের দাবিতে নির্যাতন চালিয়ে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত মিনা আক্তার (২২) সুবর্ণচর উপজেলার পশ্চিমর চর জুবলী গ্রামের আবদুল হক হেঞ্জু মিয়ার মেয়ে।
এ ঘটনায় মিনার স্বামী দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোর রাতের দিকে স্বামী দোলোয়ার হোসেন মিনাকে নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের সামনে ফেলে রেখে পালিয়ে যাওয়ার সময় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়। সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, এ ব্যপারে গৃহবধূ মিনার বাবা বাদী হয়ে তার স্বামীসহ চারজনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন।
দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে পুলিশ। মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, চার বছর আগে সদর উপজেলার শল্লা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে দেলোয়ার হোসেনের সাথে সুবর্ণচর উপজেলার পশ্চিমর চর জুবলী গ্রামের আবদুল হক হেঞ্জু মিয়ার মেয়ে মিনা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্যে শ্বশুর বাড়িতে প্রায়ই মিনার ওপর শারীরিক নির্যাতন চালানো হতো।
এনিয়ে একাধিক বার শালিসও হয়। রবিবার গভীর রাতে নির্যাতনের এক পর্যায়ে সংজ্ঞাহীন হয়ে যায় মিনা। সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, এ ব্যপারে গৃহবধূ মিনার বাবা বাদী হয়ে তার স্বামীসহ চারজনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন। দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে পুলিশ। মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
নোয়াখালীর সদর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে সতের বছর বয়সী এক কিশোরীকেবিস্তারিত পড়ুন
ভিক্ষুকে সয়লাভ নোয়াখালীর শহর
নোয়াখালী জেলা শহর মাইজদী এখন ভিক্ষুকের শহরে পরিণত হয়েছে। যদিওবিস্তারিত পড়ুন
নোয়াখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ
পেট্রলবোমা হামলার মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাবিস্তারিত পড়ুন