নোয়াখালীতে গ্যাসের চুলোর আগুনে ২ শিশুসহ দগ্ধ ৪
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের বাগদারা বাজারে একটি চায়ের দোকানে গ্যাসের চুলোয় আগুন ধরানোর সময় দোকানের ভিতরে থাকা কেরোসিনের ড্রামে আগুন লেগে সেটি বিস্ফোরিত হলে সেখানে থাকা ২ শিশুসহ ৪ জন দগ্ধ হয়। এদের মধ্যে আহত ২ জনকে আশংকাজনক অবস্থায় প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়েছে।
মুছাপুর ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী জানান বাগদারা বাজারের আবুল কালামের মনোহারী ও চায়ের দোকান বিকেল সাড়ে ৪টার সময়ে তার ছেলে মামুন(২৩) খুলে। এ সময়ে সেখানে ক্রেতা হিসাবে সাফায়েত(১৮) , শিশু জিসান(১২) ও ফাহিম(১০) দোকানে আসে। এ সময়ে দোকানী মামুন চায়ের চুলো জ্বালাতে গেলে গ্যাসের চুলোর আগুন বেড়ে গিয়ে পাশে থাকা কেরোসিনের ড্রামে গিয়ে পড়লে আগুনে কোরোসিনের ড্রামটি বিস্ফোরিত হলে সেখানে থাকা দোকানী মামুন, ক্রেতা সাফায়েত, শিশু জিসান ও ফাহিম অগ্নিদগ্ধ হয়। তাদের মধ্যে সাফায়েত ও শিশূ ফাহিমকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে পরবর্তিতে ডাকায় প্রেরন করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে রাব্বি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় আগুনে আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে প্রেরন করা হয়েছে। এদর মধ্যে দুজনের অবস্থা আশংকজনক।
এই সংক্রান্ত আরো সংবাদ
নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
নোয়াখালীর সদর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে সতের বছর বয়সী এক কিশোরীকেবিস্তারিত পড়ুন
ভিক্ষুকে সয়লাভ নোয়াখালীর শহর
নোয়াখালী জেলা শহর মাইজদী এখন ভিক্ষুকের শহরে পরিণত হয়েছে। যদিওবিস্তারিত পড়ুন
নোয়াখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ
পেট্রলবোমা হামলার মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাবিস্তারিত পড়ুন