নোয়াখালীতে চার মাদকসেবীকে ছয় মাসের কারাদণ্ড
নোয়াখালীর সদর উপজেলায় চার মাদকসেবীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় ভ্রামামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার পূর্ব লক্ষীনারায়নপুর গ্রামের আবদুর রহমানের ছেলে আবদুল মমিন (২৯), একই উপজেলার মাহাতাবপুর গ্রামের সামছুল হকের ছেলে আমিনুল হক (৩০), লক্ষ্মী নারায়নপুর গ্রামের শহিদ উল্যার ছেলে আবদুর রহিম বিপুল (৩৪) ও আলীপুর গ্রামের আমিন উল্যার ছেলে ফজলুর রহমান রানা (২৮)।
ডিবি পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত জানায়, বিকেল সাড়ে ৩টায় অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সময় চার জনকে আটক করা হয়। এদিকে, মাইজদী শিল্পকলা এলাকা থেকে বিপুল ও মমিনকে এবং মাইজদী জহিরুল হক মিয়ার গেরেজের সামনে থেকে রানা ও আমিনুলকে আটক করা হয়।
পরে সন্ধ্যায় তাদের ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে বিচারক প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
সদর উপজেলার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
নোয়াখালীর সদর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে সতের বছর বয়সী এক কিশোরীকেবিস্তারিত পড়ুন
ভিক্ষুকে সয়লাভ নোয়াখালীর শহর
নোয়াখালী জেলা শহর মাইজদী এখন ভিক্ষুকের শহরে পরিণত হয়েছে। যদিওবিস্তারিত পড়ুন
নোয়াখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ
পেট্রলবোমা হামলার মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাবিস্তারিত পড়ুন