নোয়াখালীতে ডিজিটাল উদ্ভাবনী ও বিজ্ঞান মেলা উদ্বোধন
“দিন বদলের বইছে হাওয়া, ডিজিটাল বাংলাদেশ আমাদের প্রথম চাওয়া” এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে আজ থেকে ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী ও বিজ্ঞান মেলা নোয়াখালী জিলা স্কুলে শুরু হয়েছে।
চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে এই ডিজিটাল উদ্ভাবনী ও ৩৭তম বিজ্ঞান মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন।
কমিশনার বেলুন ও ফিতা কেটে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে ডিজিটাল উদ্ভাবনী মেলা ও বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরিদর্শন কালে নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনীর ফেরদৌস ও প্রধানমন্ত্রীর এটুআই প্রোগ্রামের প্রতিনিধি সুপর্ণা রায়সহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে জিলা স্কুল অডিটোরিয়ামে ডিজিটাল মেলা উদ্ভাবনী উপলক্ষ্যে এক আলোচনা সভা নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনীর ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বিভাগীয় কমিশনার রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগামের প্রতিনিধি সুপর্ণা রায়, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক অনুপম বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, সোনাইমুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল উপস্থিত ছিলেন।
ডিজিটাল উদ্ভাবনী ও বিজ্ঞান মেলায় বিভিন্ন বিভাগের ৬০টি স্টলে শতাধিক উদ্ভাবনী প্রকল্প প্রদর্শিত হয়। আলোচনা সভায় বক্তারা ই-সেবাসহ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে দেশের উন্নয়ন মূলক কর্মকাণ্ড ও শিক্ষা বিভাগে ছাত্রছাত্রীদের ভর্তি, চাকুরী আবেদনসহ নানা কর্মসূচির ওপর গুরুত্বারোপ করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
নোয়াখালীর সদর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে সতের বছর বয়সী এক কিশোরীকেবিস্তারিত পড়ুন
ভিক্ষুকে সয়লাভ নোয়াখালীর শহর
নোয়াখালী জেলা শহর মাইজদী এখন ভিক্ষুকের শহরে পরিণত হয়েছে। যদিওবিস্তারিত পড়ুন
নোয়াখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ
পেট্রলবোমা হামলার মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাবিস্তারিত পড়ুন