নোয়াখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যা !! মামলা দায়ের
নোয়াখালী প্রতিনিধি : দ্বীপ উপজেলা হাতিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গিয়াস উদ্দিন (৫২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছেন তারই প্রতিবেশীরা। এ ঘটনায় অভিযুক্ত সৌরভ মিয়াকে প্রধান করে মামলা করেছে নিহতের পরিবার।
রবিবার (২৩ এপ্রিল) উপজেলার জাহাজমারা ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। নিহত গিয়াস উদ্দিন ওই এলাকার নতুন সুখচর গ্রামের মহব্বত হোসেন মিয়ার ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, সকালে প্রধান অভিযুক্ত সৌরভ মিয়ার বাড়ির রাস্তায় জমে থাকা পানি নিষ্কাশন করতে রাস্তা কাটার জেরে কথা কাটাকাটি হয় নিহত প্রতিবেশী গিয়াসের সাথে। বাকবিতণ্ডার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে গিয়াস উদ্দিনের উপর হামলা চালায় সৌরভ ও তার পরিবারের লোকজন। এসময় তাদের পিটুনিতে গুরুতর আহত হন গিয়াস। পরে গুরুতর আহত অবস্থায় গিয়াসকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
নোয়াখালীর সদর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে সতের বছর বয়সী এক কিশোরীকেবিস্তারিত পড়ুন
ভিক্ষুকে সয়লাভ নোয়াখালীর শহর
নোয়াখালী জেলা শহর মাইজদী এখন ভিক্ষুকের শহরে পরিণত হয়েছে। যদিওবিস্তারিত পড়ুন
নোয়াখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ
পেট্রলবোমা হামলার মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাবিস্তারিত পড়ুন