নোয়াখালীতে দুই গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
নোয়াখালীর হাতিয়ায় গৃহবধূ জোস্না আরা খুকী (১৯) ও বুড়িরচর ইউনিয়নের শূন্যেরচর গ্রামে শাহেনা আকতারকে (২০) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে এই পৃথক দুইটি ঘটনা ঘটে।
পুলিশ মরদেহ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাতিয়া থানায় নিয়েছে। নিহতরা হলেন, তমরদ্দি ইউনিয়নের বটতলী গ্রামের সুমন খলিফার স্ত্রী জোস্না এবং বুড়িরচর ইউনিয়নের শূন্যেরচর গ্রামের আজহার উদ্দিন স্ত্রী শাহেনা আকতার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে জোস্না আরা খুকীকে প্রায়ই নির্যাতন করতো স্বামী ও শ্বশুড়-শাশুড়ি। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে বৈঠকও হয়। মঙ্গলবার রাতেও একইভাবে তারা নির্যাতন করেছে বলে জোস্না আরা খুকীর চার বছরের ছেলে মাছুম প্রতিবেশিদের জানায়। এরপরই শিশু মাসুমকে তার বাবা অন্যত্র সরিয়ে নিয়ে যায় এবং জোস্না আত্মহত্যা করেছে বলে প্রচার করে।
অপরদিকে, বুড়িরচর ইউনিয়নের শূন্যেরচর গ্রামের অন্তঃসত্ত্বা শাহেনা আকতারকে (২০) পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার স্বামী আজহার উদ্দিনের বিরুদ্ধে।
স্থানীয় ইউপি সদস্য রিমন উদ্দিন জানায়, বিয়ের তিন বছরের মধ্যে তাদের দাম্পত্য কলহো নিয়ে বহুবার সালিশি হয়েছে।
হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
নোয়াখালীর সদর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে সতের বছর বয়সী এক কিশোরীকেবিস্তারিত পড়ুন
ভিক্ষুকে সয়লাভ নোয়াখালীর শহর
নোয়াখালী জেলা শহর মাইজদী এখন ভিক্ষুকের শহরে পরিণত হয়েছে। যদিওবিস্তারিত পড়ুন
নোয়াখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ
পেট্রলবোমা হামলার মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাবিস্তারিত পড়ুন