নোয়াখালীতে দুর্বৃত্তের আগুনে ৩ দোকান পুড়ে ছাই
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নে তিনটি দোকান ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দোকানগুলোর মূল্যবান মালামাল পুড়ে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও নাইটগার্ডের অভিযোগ স্থানীয় কয়েকজন দুর্বৃত্ত ওই দোকানগুলোতে আগুন ধরিয়ে দেয়। আজ সোমবার ভোররাত সাড়ে ৩টার দিকে নবীপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রাতে কয়েকজন দুর্বৃত্ত নবীপুর বাজারে এসে মানিক ফলের আড়ত, ছারোয়ার স্টেশনারি ও আবুল কালামের সবজির আড়তে আগুন দিয়ে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা এগিয়ে এলেও বিদ্যুৎ থাকায় আগুন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। আগুনে দোকানগুলোতে থাকা মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনে তিনটি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। বাজারের নাইটগার্ড দুর্বৃত্তদের ছিনতে পেরেছে বলে আমাদের জানিয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
নোয়াখালীর সদর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে সতের বছর বয়সী এক কিশোরীকেবিস্তারিত পড়ুন
ভিক্ষুকে সয়লাভ নোয়াখালীর শহর
নোয়াখালী জেলা শহর মাইজদী এখন ভিক্ষুকের শহরে পরিণত হয়েছে। যদিওবিস্তারিত পড়ুন
নোয়াখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ
পেট্রলবোমা হামলার মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাবিস্তারিত পড়ুন