নোয়াখালীতে বিদ্যালয়ে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
নোয়াখালীর খলিফারহাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা চলাকালে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে।
রোববার দুপুরে বিদ্যালয়ে ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে। পরে বিদ্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়।
এ সময় সমাবেশে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হাসেম অভিযোগ করেন, গত ২৬ জানুয়ারি খলিফারহাট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা চলাকালে স্থানীয় ইউপি সদস্য জহির উদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে অনুষ্ঠান পন্ড করে দেয়। এতে শতাধিক ছাত্রছাত্রী ও শিক্ষক আহত হন। সমাবেশে বক্তারা সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মানববন্ধন চলাকালীন সময়ে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবদুল্লাহ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল হাসেম, ম্যানেজিং কমিটির সদস্য আবুল হাসেম, সহকারী শিক্ষক আবদুল বাতেন, আলতাফ হোসেন, অভিভাবক শাহ আলম, জুলফিকার আলী ভুট্টো, শিক্ষার্থী মহিন উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, গত ২৬ জানুয়ারি সকাল থেকে উপজেলার খলিফারহাট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছিলো। ওই সময় স্থানীয় বখাটেরা ছাত্রীদের ইভটিজিং করায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা ও শিক্ষকবৃন্দ এতে বাধা দেন।
এর জের ধরে বিকেলে স্থানীয় কসাই বাড়ির জহির বাহিনীর প্রধান জহিরের নেতৃত্বে সন্ত্রাসী মাইন উদ্দিন লাতু, মো. বাবর, রুবেল সহ ১৫-২০ জন অস্ত্রধারী সন্ত্রাসীরা অস্ত্রসস্ত্র নিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং সদস্য ও শিক্ষকদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে বিদ্যালয়ে প্রাঙ্গণে ঢুকে ক্রীড়া প্রতিযোগিতা পন্ড করে দেয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা বিদ্যালয়ে ভাংচুর করে শিক্ষার্থীদেরকে শারীরিক লাঞ্ছিত করে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
নোয়াখালীর সদর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে সতের বছর বয়সী এক কিশোরীকেবিস্তারিত পড়ুন
ভিক্ষুকে সয়লাভ নোয়াখালীর শহর
নোয়াখালী জেলা শহর মাইজদী এখন ভিক্ষুকের শহরে পরিণত হয়েছে। যদিওবিস্তারিত পড়ুন
নোয়াখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ
পেট্রলবোমা হামলার মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাবিস্তারিত পড়ুন