নোয়াখালীতে ভুয়া নারী ম্যাজিষ্ট্রেট ও তার দুই সহযোগী আটক
নোয়াখালীতে ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রাস্তায় চলাচলকারী যানবাহনের কাগজপত্র তল্লাাসির নামে টাকা আদায়কালে দুই সহযোগীসহ এক ভুয়া নারী ম্যাজিষ্ট্রেটকে আটক করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যার দিকে সোনাইমুড়ী বাইপাস সড়ক থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, সোনাইমুড়ী উপজেলার শিমুলিয়া গ্রামের সামছূল হক পাটোয়ারীর মেয়ে আকলিকা বেগম (২৯) ও তার সহযোগী চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য মোঃ জাহাঙ্গীর আলম প্রকাশ জাহাঙ্গীর মেম্বার (৪৮) ও সুন্দরপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে সিরাজ (৩০)।
স্থানীয় ও থানা সুত্রে জানা যায়, আকলিমা বেগম ও তার দুই সহযোগী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বুধবার দুপুর থেকে উপজেলার দশঘরিয়া, চাটখিল, পালা ও বানসা বাজারে ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে রাস্তায় চলাচলকারী পিকআপ, ব্যাটারী চালিত ও সি.এন.জি চালিত অটোরিক্সা এবং মোটরসাইকেল কাগজপত্র তল্লাসির নামে দুই-তিন হাজার টাকা করে জরিমানা আদায় করছিল। পরে বিকেলে চাটখিল উপজেলার বানসা বাজারে গ্রামীন বিক্রয় কর্মীর মোটরসাইকেল ধরে আটক করে তাদের সঙ্গে থাকা দুই হাজার টাকা জোর পূর্বক হাতিয়ে নেয় তারা।
এতে তাদের সন্দেহ হলে তারা চাটখিল উপজেলা বি.আর.ডি.বি পরিচালক মোঃ মোরশেদ আলম লিটন এর শরনাপন্ন হন। পরে মোরশেদ আলম লিটন বিষয়টি চাটখিল থানার ওসিকে অবহিত করলে তিনি পুলিশ পাঠিয়ে ওই নারীসহ তিনজনকে আটক করে সন্ধ্যায় থানায় নিয়ে আসে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা প্রতারনার মাধ্যমে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন।
চাটখিল থানার ওসি মোহাম্মদ নাসিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে। এ ব্যাপারে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন, প্রতারক ওই নারী ও তার দুই সহযোগীকে মামলা দায়েরের পর আদালতে প্রেরন করা হবে। এধরনের অপরাধ শাস্তিযোগ্য।
এই সংক্রান্ত আরো সংবাদ

নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
নোয়াখালীর সদর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে সতের বছর বয়সী এক কিশোরীকেবিস্তারিত পড়ুন

ভিক্ষুকে সয়লাভ নোয়াখালীর শহর
নোয়াখালী জেলা শহর মাইজদী এখন ভিক্ষুকের শহরে পরিণত হয়েছে। যদিওবিস্তারিত পড়ুন

নোয়াখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ
পেট্রলবোমা হামলার মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাবিস্তারিত পড়ুন