নোয়াখালীতে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ১জনকে পিটিয়ে হত্যা
নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী পূর্ব বাজারে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ রিহ্যাব সেন্টারের ২ স্টাফ আবদুল্লাহ আল হারুন ও মোসলে উদ্দিনকে গ্রেফতার করেছে।
বুধবার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরন করে।
জানা গেছে, চৌমুহনী রিয়াজ ম্যানসনে মাদকাসক্তি নিরাময় ও পূর্নবাসন ক্রিয়া (রিহ্যাব) সেন্টারে বেগমগঞ্জ উপজেলার হাজী পুর গ্রামের মৃত নুরুল হুদার পুত্র আঃ হালিম কে গত ৩ মাস আগে ভর্তি করে। মঙ্গলবার রাতে হালিম বাড়ি যাওয়া জন্য বলে।
এ নিয়ে রিহ্যাব সেন্টারের পরিচালক মিজানুর রহমানের সাথে কথা কাটা কাটি হয়। এক পর্যায়ে মিজানুর রহমান ও তার সহযোগীরা আঃ হালিমকে বেদম পিটিয়ে আহত করে। বুধবার আঃ হালিম মারা যায়। এ ঘটনায় পুলিশ রিহ্যাব সেন্টারের ২ স্টাফ আবদুল্লাহ আল হারুন ও মোসলে উদ্দিনকে গ্রেফতার করে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি সাজিদুর রহমান বলেন লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের দাগ রয়েছে। তিনি আরো বলেন এ ব্যপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
নোয়াখালীর সদর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে সতের বছর বয়সী এক কিশোরীকেবিস্তারিত পড়ুন
ভিক্ষুকে সয়লাভ নোয়াখালীর শহর
নোয়াখালী জেলা শহর মাইজদী এখন ভিক্ষুকের শহরে পরিণত হয়েছে। যদিওবিস্তারিত পড়ুন
নোয়াখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ
পেট্রলবোমা হামলার মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাবিস্তারিত পড়ুন