নোয়াখালীতে যাত্রীবাহী ট্রলারডুবি, তিন শিশুর লাশ উদ্ধার

নোয়াখালীর মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় তিন শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহীর উড়িরচরের কাছে মেঘনা নদীতে এই ট্রলার ডুবির ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ জানান, উদ্ধার হওয়া তিন শিশুর লাশের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এদের একজনের নাম আসিফ। সে একই উপজেলার চর বালুয়ার আলী আহম্মদের ছেলে। অন্য শিশুর নাম হৃদয়। সে উড়িরচর এলাকার মোহাম্মদ ইব্রাহিমের ছেলে।
এ ঘটনায় এখনো অন্তত কয়েকজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
নিখোঁজের বিষয়ে আব্দুল মজিদ জানান, ঠিক কতজন নিখোঁজ সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে উদ্ধার অভিযান এখনো চলছে।
চরএলাহীর চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, সকালে উড়িরচর থেকে চরতরাব আলী ঘাটে আসে প্রায় ১০০ যাত্রী বোঝাই ট্রলারটি। ঘাটের কাছে আসতেই যাত্রীরা ট্রলার থেকে হুড়োহুড়ি করে নামতে শুরু করে। এতে ট্রলারটি সেখানেই যুবে যায়। দ্রুত আশপাশের ট্রলার ও স্থানীয়রা এসে যাত্রীদের উদ্ধার করে।
এই সংক্রান্ত আরো সংবাদ

নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
নোয়াখালীর সদর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে সতের বছর বয়সী এক কিশোরীকেবিস্তারিত পড়ুন

ভিক্ষুকে সয়লাভ নোয়াখালীর শহর
নোয়াখালী জেলা শহর মাইজদী এখন ভিক্ষুকের শহরে পরিণত হয়েছে। যদিওবিস্তারিত পড়ুন

নোয়াখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ
পেট্রলবোমা হামলার মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাবিস্তারিত পড়ুন