নোয়াখালীতে যুবলীগকর্মীকে গুলি করে হত্যা
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় স্থানীয় এক যুবলীগকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার চৌধুরীররহাট বাজারে এ ঘটনা ঘটে বলে কোম্পানীগঞ্জ থানার ওসি সৈয়দ ফজলে রাব্বী জানান।
নিহত আবু সুফিয়ান (৩৬) চরপার্বতী ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ৩ নম্বর ওয়ার্ডের আবদুর রশিদের ছেলে।
প্রবাসী আওয়ামী লীগ নেতা জাহেদুল আলম মারুফ হত্যার আসামি আজাদ জামিনে বেরিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে কয়েকজন এলাকাবাসীর দাবি করেন।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, সুফিয়ান বৃহস্পতিবার রাতে চৌধুরীররহাট বাজারের আল সালাম হোটেলের সামনে দিয়ে বাড়ি ফিরছিলেন।
“এ সময় আজাদ ও তার সহযোগীরা সুফিয়ানের মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে তাকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
আজাদ বুধবার জামিন পেয়ে কারাগার থেকে বের হন বলে চরপার্বতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক কামরুল জানান।
তিনি অভিযোগ করেন, ২০১৪ সালে আজাদ ও তার সহযোগীরা আওয়ামী লীগ নেতা জাহেদুল আলম মারুফকে একই বাজারে গুলিতে খুন করে।
জাহেদুল দীর্ঘদিন চীনে ছিলেন এবং চীন শাখা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানান কামরুল।
ওসি ফজলে রাব্বী বলেন, আজাদকে ধরতে রাতেই তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। ওই বাড়ি থেকে নয় রাউন্ড গুলি ও কয়েকটি ছোরা উদ্ধার করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হওয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ
নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
নোয়াখালীর সদর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে সতের বছর বয়সী এক কিশোরীকেবিস্তারিত পড়ুন
ভিক্ষুকে সয়লাভ নোয়াখালীর শহর
নোয়াখালী জেলা শহর মাইজদী এখন ভিক্ষুকের শহরে পরিণত হয়েছে। যদিওবিস্তারিত পড়ুন
নোয়াখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ
পেট্রলবোমা হামলার মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাবিস্তারিত পড়ুন