নোয়াখালীতে শিক্ষার্থী-পুলিশ ব্যাপক সংঘর্ষ, অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ওপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে নোয়াখালী ম্যাটসের আন্দোলনরত ছাত্রছাত্রীদের অবোরোধ কালে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় ১৫জন আহত হওয়া ও ১১জন শিক্ষার্থীকে আটকের জের ধরে পরিস্থিতি অবনতির আশংকায় নোয়াখালী চিকিৎসা প্রশিক্ষণ বিদ্যালয়(ম্যাটস) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
ছাত্রদের রাতের মধ্যে ছাত্রীদের শুক্রবার সকাল ৮টার মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
নোয়াখালী ম্যাটসের অধ্যক্ষ ডাঃ সাহাবউদ্দিন জানায় পরিস্থিতি শান্ত রাখতে রাত ৮টায় সিন্ডিকেটের জরুরি সভা ডেকে ম্যাটস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসময় পুলিশ এসে তাদেরকে বাঁধা দেয়। এক পর্যায়ে পুলিশের তাদের সংঘর্ষ বাঁধে। বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা পুলিশের গাাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষে ও পুলিশের লাঠিচার্জে অন্তত ১৫ ম্যাটর্স শিক্ষার্থী আহত হয়। এ সময়ে পুলিশের গাড়ীসহ একটি সিএনজি ভাংচুর হয়। পরে পুলিশ ১১জনকে শিক্ষার্থীকে আটক করে।
উল্লেখ্য, দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ওপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে মৌন মিছিল ও প্রতিবাদ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অব্স্থান নেয় ম্যাটসের শিক্ষার্থীরা। এসময় তারা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করার চেষ্টা করে এবং বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জেলা প্রশাসককে দাবি মানার জন্য শ্লোগান দেয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
নোয়াখালীর সদর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে সতের বছর বয়সী এক কিশোরীকেবিস্তারিত পড়ুন
ভিক্ষুকে সয়লাভ নোয়াখালীর শহর
নোয়াখালী জেলা শহর মাইজদী এখন ভিক্ষুকের শহরে পরিণত হয়েছে। যদিওবিস্তারিত পড়ুন
নোয়াখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ
পেট্রলবোমা হামলার মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাবিস্তারিত পড়ুন