নোয়াখালীতে শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগ
শরীরের বিভিন্ন স্থানে লোহার ছ্যাঁকা ও গরম পানিতে ঝলসানোর দগদগে ঘাসহ বিবি আমেনাকে (১৩) বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এ ঘটনায় শিশুটির বাবা মো. আলমগীর গৃহকর্তা ও গৃহকর্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলার আসামি বেগমগঞ্জের উত্তর হাজিপুরের নাপিতের পোল এলাকার সাইফুল ইসলাম ও তার স্ত্রী মিকুনাথ বেগম নিনুবা পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শওকত হোসেন জানান, নাপিতের পোল এলাকায় বেগমগঞ্জ পল্লী বিদ্যুত অফিসের সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলামের বাসায় গত এক বছর থেকে গৃহকর্মীর কাজ করছিল ভোলার দৌলদখান উপজেলার মাঝির হাট গ্রামের মো. আলমগীরের মেয়ে বিবি আমেনা।
মামলার বরাত দিয়ে পরিদর্শক শওকত বলেন, সাইফুল নিজে ও তার স্ত্রী ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের কম্পিউটার অপারেটর মিকুনাথ বেগম নিনুবা প্রায়ই শিশুটির উপর শারীরিক নির্যাতন চালাতেন।
কয়েকদিন আগে লোহার খুনতি গরম করে তার শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেন, গায়ে গরম পানি দিয়ে তাতে মরিচের গুঁড়ো ঢেলে দেওয়া হয়। এছাড়া তাকে দুইদিন বাসার বাথরুমে আটকে রাখা হয়। বুধবার শিশুটি ওই বাসা থেকে পালিয়ে এলাকার লোকজনকে বিষয়টি জানায় বলে জানান পরিদর্শক শওকত।
শওকত হোসেন জানান, প্রাথমিকভাবে শিশুটির শারীরিক অবস্থা দেখে ও তার সঙ্গে কথা বলে মনে হয়েছে অনেকদিন থেকে নির্যাতনের শিকার হয়ে আসছে সে। শিশুটির বাবা মো. আলমগীর বাদী হয়ে বৃহস্পতিবার বিকালে সাইফুল ইসলাম ও তার স্ত্রী মিকুনাথ বেগম নিনুবাকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। পুলিশ তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি। স্থানীয় লুৎফুর রহমান রবির স্ত্রী আনোয়ারা বেগম লিপি সাংবাদিকদের জানান, পালিয়ে এসে মেয়েটি তাকে বাঁচানোর আকুতি জানায় তাদের কাছে। এ সময় তার হাতের ক্ষত থেকে দুর্গন্ধ বের হচ্ছিল, শরীরের বিভিন্ন স্থানে ফোসকা দেখা যায়।
মেয়েটি দুই দিন কিছু খেতে পায়নি জানিয়ে আনোয়ারা বলেন, এলাকার লোকজন বিষয়টি থানায় অবহিত করলে বুধবার মধ্যরাতে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অসীম কুমার দাশ জানান, শিশুটির আঘাত গুরুতর। তার ডান হাতের বাহু, বুক ও পায়ে পোড়া আঘাতের চিহ্ন পাওয়া গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
নোয়াখালীর সদর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে সতের বছর বয়সী এক কিশোরীকেবিস্তারিত পড়ুন
ভিক্ষুকে সয়লাভ নোয়াখালীর শহর
নোয়াখালী জেলা শহর মাইজদী এখন ভিক্ষুকের শহরে পরিণত হয়েছে। যদিওবিস্তারিত পড়ুন
নোয়াখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ
পেট্রলবোমা হামলার মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাবিস্তারিত পড়ুন