নোয়াখালীতে সন্ত্রাসীদের গুলিতে কলেজ ছাত্র নিহত
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বটগ্রামে সন্ত্রাসীদের গুলিতে মো: আসিফ উদ্দিন শান্ত নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। ঘটনায় সন্ত্রাসীদের গুলিতে মনির হোসেন, মোহন ও বেলাল হোসেন নামের আরো ৩ জন গুলিবিদ্ধ হয়েছে। আশংকাজনক অবস্থায় তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত আসিফ বটগ্রামের মুন্সি বাড়ির মো: সাহাব উদ্দিন মাস্টারের ছেলে। আসিফ নোয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স (গনিত বিভাগের) দ্বিতীয় বর্ষের ছাত্র।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, কয়েকমাস আগে বটগ্রামের কয়েকজন ছেলের আসিফে ছোট ভাইয়ের সঙ্গে মোবাইল নিয়ে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে বৃহস্পতিবার গভীর রাতে আসিফদের ১০/১২জনের একদল সন্ত্রসী ডাকাতির উদ্দেশ্যে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। এ সময় আসিফসহ ঘরের লোকজন চিৎকার করলে এলাকাবাসী তাদের ঘিরে ফেলে।
সন্ত্রাসীরা আফিসের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করলে ঘটনাস্থলে আসিফ মারা যায়। পরে সন্ত্রাসীরা গুলি করতে করতে পালিয়ে যায়। এ সময় তাদের গুলিতে আরো ৩জন আহত হয়।
এ দিকে ছেলের শোকে আসিফের মা হাছিনা আক্তার অসুস্থ হয়ে পড়লে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
নোয়াখালীর সদর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে সতের বছর বয়সী এক কিশোরীকেবিস্তারিত পড়ুন
ভিক্ষুকে সয়লাভ নোয়াখালীর শহর
নোয়াখালী জেলা শহর মাইজদী এখন ভিক্ষুকের শহরে পরিণত হয়েছে। যদিওবিস্তারিত পড়ুন
নোয়াখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ
পেট্রলবোমা হামলার মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাবিস্তারিত পড়ুন