নোয়াখালীতে সন্ত্রাসীদের গুলিতে ২জন গুলিবিদ্ধ !!
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার আফাজিয়া বাজারে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য স্থানীয় হাতিয়া ডিগ্রি কলেজের প্রভাষক আশরাফ উদ্দিন (৪৫) ও পথচারী রাসেল (২০) গুলিবৃদ্ধ হয়। এ সময়ে আরও ১০ জন আহত হয়।
আজ বিকালে হতদরিদ্রদের মাঝে চাল বিতরনকে কেন্দ্র করে আফাজিয়া বাজারে দুইগ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের গঠনা ঘটে।
এ গঠনাকে কেন্দ্র করে আফাজিয়া বাজারে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও হাতিয়া ডিগ্রি কলেজের প্রভাষক আশরাফ উদ্দিনকে একটি দোকানে বসে থাকা অবস্থায় সন্ত্রাসীরা লক্ষ্য করে গুলি ছুঁড়ে।
এতে তিনি ও সাথে থাকা রাসেল গুলিবৃদ্ধ হয়। এ সময় তাদের হামলায় আরও ১০ জন আহত হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন সন্ত্রাসীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। আশংকজনক অবস্থায় তাদের দুজনকে হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার নবজ্যোতি খীসা বলেন, হত দরিদ্রদের চাল বিতরণকে কেন্দ্র করে সন্ত্রাসী বাহিনীরা এ হামলা চালিয়েছে। তাদের ধরার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
নোয়াখালীর সদর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে সতের বছর বয়সী এক কিশোরীকেবিস্তারিত পড়ুন
ভিক্ষুকে সয়লাভ নোয়াখালীর শহর
নোয়াখালী জেলা শহর মাইজদী এখন ভিক্ষুকের শহরে পরিণত হয়েছে। যদিওবিস্তারিত পড়ুন
নোয়াখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ
পেট্রলবোমা হামলার মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাবিস্তারিত পড়ুন