নোয়াখালীতে সন্ত্রাসী হামলায় একই পরিবারের নয়জন আহত
নোয়াখালীতে জমি নিয়ে বিরোধের জের ধরে ডা: নিজাম উদ্দিনের বাড়িতে হামলা চালিয়ে নারীসহ নয়জনকে আহত করেছে আলা উদ্দিন কালুর নেতৃত্বে দুই শতাধিক লাঠিয়াল বাহিনী।
আজ সকালে জেলার সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ধানেরশীষ গ্রামে এ ঘটনা ঘটেছে।
আহত আছমা আক্তার (৫০), জাহানারা বেগম (৩০), মিশু আক্তার (১৫), রিয়াজ উদ্দিন (৩০), মো: সোহেল (৩০), রাজিয়া বেগম (৮), আবু তাহের (২৫), রজিনা আক্তার (১৮) ও ডা: নিজামউদ্দিন (৬০) কে গুরুতর অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিজাম ডাক্তার ও তার পরিবারের সদস্যরা জানান, একই গ্রামের আলা উদ্দিন কালু ও ইব্রাহিম ধনু সর্দ্দারের সঙ্গে দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ ও মামলা চলছে। পূর্ব শত্রুতা ও মামলার জের ধরে তাদের নেতৃত্বে ২’শতাধিক মহিলা/পুরুষ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এবং বাড়ির সামনে খালি জায়গায় নতুন ঘর নির্মাণ করার চেষ্টা করে। তাদেরকে বাধা দিলে তারা পরিবারের সদস্যদেরকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন সত্যতা স্বীকার করে বলেন, আমি ঘটনাটি শুনেছি। ঘটনাটি খুবই মর্মান্তিক। আহতদেরকে মামলা করার জন্য বলেছি। সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
নোয়াখালীর সদর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে সতের বছর বয়সী এক কিশোরীকেবিস্তারিত পড়ুন
ভিক্ষুকে সয়লাভ নোয়াখালীর শহর
নোয়াখালী জেলা শহর মাইজদী এখন ভিক্ষুকের শহরে পরিণত হয়েছে। যদিওবিস্তারিত পড়ুন
নোয়াখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ
পেট্রলবোমা হামলার মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাবিস্তারিত পড়ুন