নোয়াখালীতে হামালায় শিশুসহ ২ যুবলীগকর্মী গুলিবিদ্ধ
নোয়াখালীতে মুখোশধারীদের হামলায় হাছান (১১) নামে এক শিশুসহ দুই যুবলীগকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় হামলাকারীরা যুবলীগকর্মী বেলাল হোসেন (২৪) ও সুমনকে (২২) এলোপাথাড়ি কুপিয়ে জখম করে।
মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের পুঁদিপাড়া বাজারে এ হামলার ঘটনা ঘটে।
আহত যুবলীগ কর্মী বেলাল হোসেন ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে ও স্থানীয় ব্যবসায়ী এবং শিশু মো. হাছান একই এলাকার দীন ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বেলালের দোকানে বসে সুমনসহ কয়েকজন কথা বলছিলেন। এ সময় ৮-১০ জন মুখোশধারী তাদের ওপর অর্তকিত হামলা চালায়। তারা বেলাল ও সুমনকে ধাওয়া করে পিছন থেকে গুলি ছুঁড়লে শিশু হাছান, বেলাল ও সুমন গুলিবিদ্ধ হন। এক পর্যায়ে সুমন ও বেলাল স্থানীয় মসজিদের গেটের সামনে পড়ে গেলে মুখোশধারীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। পরে তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেলে স্থানীয়রা হাছান ও বেলালকে উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এবং সুমনকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে।
তবে কি কারণে কারা এ হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে স্থানীয়রা জানাতে পারেননি।
নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদ উদ্দিন চৌধুরী জানান, হাছান ও বেলাল নামে দু’জন হাসপাতালে ভর্তি হয়েছেন। হাছানের শরীরের বিভিন্ন স্থানে গুলি ও বেলালের শরীরে এলোপাথাড়ি কোপের চিহৃ রয়েছে।
এ ব্যাপারে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো যাবে।
আরো পড়ুন…
নোয়াখালীতে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে সন্তান বিক্রি করল মা
নোয়াখালীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার হুমকি!
নোয়াখালীতে দুই শালিকাকে নিয়ে দুই দুলাভাই উধাও
বয়ঃসন্ধি সম্পর্কে সচেতন নয় নোয়াখালীর অভিভাবকরা!
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যেভাবে ছাত্রীদের যৌন হয়রানি করা হচ্ছে
এই সংক্রান্ত আরো সংবাদ
নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
নোয়াখালীর সদর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে সতের বছর বয়সী এক কিশোরীকেবিস্তারিত পড়ুন
ভিক্ষুকে সয়লাভ নোয়াখালীর শহর
নোয়াখালী জেলা শহর মাইজদী এখন ভিক্ষুকের শহরে পরিণত হয়েছে। যদিওবিস্তারিত পড়ুন
নোয়াখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ
পেট্রলবোমা হামলার মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাবিস্তারিত পড়ুন