নোয়াখালীর চার পৌরসভায় মেয়র পদে ২৪ প্রার্থীর মনোনয়পত্র দাখিল
নোয়াখালীর চার পৌরসভা চৌমুহনী, চাটখিল, বসুরহাট ও হাতিয়ায় মেয়র পদে ২৪ জন, কাউন্সিলর পদে ১৬৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪৪ জন প্রার্থী মনোয়নয়পত্র দাখিল করেছেন।
বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভায় মেয়র পদে ৭ জন প্রার্থী মনোয়নয়পত্র দাখিল করেছেন। এরা হলেন আওয়ামী লীগের আক্তার হোসেন ফয়সল, বিদ্রোহী আজিজুল বাশার স্বপন, বিএনপির জহির উদ্দিন হারুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জাকির হোসেন, স্বতন্ত্র খালেদ সাইফুল্লাহ, মো. মোরশেদুল আমিন ও শেখ মো. সফি উদ্দিন। এছাড়া, কাউন্সিলর পদে ৪৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৬ জন প্রার্থী মনোয়নয়পত্র দাখিল করেন।
কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের বর্তমান মেয়র আবদুল কাদের মির্জা, বিএনপির কামাল উদ্দিন চৌধুরী, জামায়াতের মোশাররফ হোসেন, জাসদের মোকাররম বিল্লাহ ও স্বতন্ত্র মাহমুদুর রহমান মনোয়নয়পত্র দাখিল করেছেন। এছাড়া, কাউন্সিলর পদে ৩৪ প্রার্থী ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী মনোয়নয়পত্র দাখিল করেন।
চাটখিল পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী, বিদ্রোহী বেলায়েত হোসেন, বিএনপির মোস্তফা কামাল, জামায়াতের মো. সাইফুল্লাহ, স্বতন্ত্র ফজিলাতুন্নেছা ও কার্তিক দেবনাথ মনোয়নয়পত্র দাখিল করেছেন। এছাড়া, কাউন্সিলর পদে ৪৪ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী মনোয়নয়পত্র দাখিল করেন।
হাতিয়ায় আওয়ামী লীগের একেএম ইউসুফ আলী, আওয়ামী লীগের বিদ্রোহী ছাইফউদ্দিন, বিএনপির আবদুল রহিম, স্বতন্ত্র মনছুর উল্লাহ, ইলিয়াছ উদ্দিন ও নেওয়াজ উদ্দিন মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া, কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী মনোয়নয়পত্র দাখিল করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
নোয়াখালীর সদর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে সতের বছর বয়সী এক কিশোরীকেবিস্তারিত পড়ুন
ভিক্ষুকে সয়লাভ নোয়াখালীর শহর
নোয়াখালী জেলা শহর মাইজদী এখন ভিক্ষুকের শহরে পরিণত হয়েছে। যদিওবিস্তারিত পড়ুন
নোয়াখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ
পেট্রলবোমা হামলার মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাবিস্তারিত পড়ুন