নোয়াখালী আইনজীবী সমিতিতে বিএনপির নিরঙ্কুশ জয়
নোয়াখালী আইনজীবী সমিতির বার্ষিক নিবার্চনে বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয় হয়েছে।বিএনপি সমর্থিত ঐক্য প্যানেলে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৯টি পদের মধ্যে ১৫টি পদে জয়লাভ করেছেন।
বৃহস্পতিবার রাতে নোয়াখালী আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শামছুল আলম ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করেন।
এর আগে, বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। এতে জেলা আইনজীবী সমিতির ৩৭৯ জন ভোটার মধ্যে ৩৭৫ জন তাদের ভোট দেন। জেলা আইনজীবী সমিতির সদস্য ৪৪৪ জন।
জেলা আইনজীবী সমিতির এক বছর মেয়াদী-২০১৬ নিবার্চনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট আবদুর রহমান ১৯৯ ভোট পেয়ে নিবাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রসুল মামুন ১৬৭ ভোট পেয়েছেন।
বিএনপি সমর্থিত অ্যাডভোকেট বাহার উদ্দিন সাধারণ সম্পাদক পদে ২০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত অ্যাডভোকেট গোলাম আকবর ১৬৭ ভোট পেয়েছেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নোয়াখালী জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন নোয়াখালী জেলা আইনজীবী সমিতি নিবার্চনে বিএনপি প্যানেলের সংখ্যাগরিষ্ঠ জয়লাভে বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
নোয়াখালীর সদর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে সতের বছর বয়সী এক কিশোরীকেবিস্তারিত পড়ুন
ভিক্ষুকে সয়লাভ নোয়াখালীর শহর
নোয়াখালী জেলা শহর মাইজদী এখন ভিক্ষুকের শহরে পরিণত হয়েছে। যদিওবিস্তারিত পড়ুন
নোয়াখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ
পেট্রলবোমা হামলার মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাবিস্তারিত পড়ুন