নোয়াখালী এক্সপ্রেস ট্রেনে আগুন, মালামাল পুড়ে ছাই
আগুন লেগে নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের একটি বগির (লাগেজ ভ্যানের) রক্ষিত বিভিন্ন মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে যাত্রাবিরতিকালে এ দুর্ঘটনা ঘটে।
তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের কেবিন মাস্টার মো. হাফিজুর রহমান। তিনি জানান, রাত ২টা ৪৫মিনিটে আখাউড়া স্টেশনের ৪ নম্বর প্লার্টফরমে যাত্রা বিরতি করে নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি। সে সময় ট্রেনের একটি মালবাহী বগি থেকে হঠাৎ ধোঁয়া বের হতে থাকে। মুহূর্তেই পুরো স্টেশন এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।
খবর পেয়ে আখাউড়া ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে গিয়ে প্রায় একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান আখাউড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর এ এম মফিজুর।
কেবিন মাস্টার মো. হাফিজুর রহমান আরও জানান, ট্রেনের বগিতে রক্ষিত প্লাস্টিক ও রাবারের জুতা, কাপড়সহ বিভিন্ন মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে ক্ষতিগ্রস্ত বগিটি স্টেশনে রেখে শুক্রবার সকাল সোয়া ৮টায় ট্রেনটি নোয়াখালীর উদ্দেশ্যে আখাউড়া রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
নোয়াখালীর সদর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে সতের বছর বয়সী এক কিশোরীকেবিস্তারিত পড়ুন
ভিক্ষুকে সয়লাভ নোয়াখালীর শহর
নোয়াখালী জেলা শহর মাইজদী এখন ভিক্ষুকের শহরে পরিণত হয়েছে। যদিওবিস্তারিত পড়ুন
নোয়াখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ
পেট্রলবোমা হামলার মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাবিস্তারিত পড়ুন