নোয়াখালী প্রথম শ্রেনীর ছাত্রকে যৌন নির্যাতন : মাদরাসা শিক্ষক আটক
প্রথম শ্রেনীর এক ছাত্রকে যৌন নির্যাতন করার অভিযোগে নোয়াখালী সদর উপজেলায় মাওলানা মো. ইয়াকুব হোসেন (২৮) নামের। এক মাদরাসা শিক্ষককে পুলিশে সোপর্দ করেছে জনতা। (১৭ মে) সন্ধ্যায় নির্যাতিত ছাত্রের বাবা আনোয়ার উল্যাহ বাদী হয়ে সুধারাম থানায় মামলা দায়ের করেন।
পরে তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়। গ্রেফতারকৃত ইয়াকুব হোসেন লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর ফলকন গ্রামের ছগীর আহম্মদের ছেলে।
তিনি নোয়াখালী সদর উপজেলার নোবিপ্রবি সংলগ্ন দাওয়াতুল কোরআন মাদরাসার ধর্মীয় শিক্ষক। শিক্ষকের এমন কান্ডে মাদরাসার অন্য শিক্ষকরা, শিক্ষার্থী ও অভিভাবকরা হতবাক।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে মাওলানা ইয়াকুব হোসেন কৌশলে ওই শিশু শিক্ষার্থীকে তার কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক যৌন নির্যাতন করেন। শিশুটির চিৎকারে আশপাশের লোক এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
পরে ওই শিক্ষককে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মাওলানা ইয়াকুবকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে আসে। সুধারাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর্জা মো. হাসান বিষয়টির নিশ্চিত করে জানান, অভিযুক্ত শিক্ষক ইয়াকুবের বিরুদ্ধে এর আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
নোয়াখালীর সদর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে সতের বছর বয়সী এক কিশোরীকেবিস্তারিত পড়ুন

ভিক্ষুকে সয়লাভ নোয়াখালীর শহর
নোয়াখালী জেলা শহর মাইজদী এখন ভিক্ষুকের শহরে পরিণত হয়েছে। যদিওবিস্তারিত পড়ুন

নোয়াখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ
পেট্রলবোমা হামলার মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাবিস্তারিত পড়ুন