নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে সোনাইমুড়ীতে মানববন্ধন।
অনুপ সিংহ,সোনাইমুড়ী(নোয়াখালী)প্রতিনিধিঃ নোয়াখালী বিভাগের দাবিতে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন পরিষদ সোনাইমুড়ী শাখার উদ্যোগে মঙ্গলবার সকালে বাইপাস চত্ত্বরে মানববন্ধন, সড়কে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন পরিষদ সোনাইমুড়ী শাখার উপদেষ্টা খলিলুর রহমান, পৌরসভা প্যানেল মেয়র জহিরুল ইসলাম ভূঁইয়া। সোনাইমুড়ী শাখার আহ্বায়ক নিজাম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সোনাইমুড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও পরিষদ সদস্য সচিব বেলাল হোছাইন ভূঁইয়া, উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন রুবেল, বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন ব্লাড ফাউন্ডেশন আহ্বায়ক মাহফুজুর রহমান, যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন, মির্জা শারাফাত, নোয়াখালী বিভাগ চাই প্রবাসী অনলাইন গ্রুপের সমন্বয়ক গাজী হোসেন, নোয়াখালী স্টুডেন্ট ফোরাম অব ঢাকা সভাপতি আরেফিন যোবায়ের, নদনা ব্লাড সেন্টার যুগ্ম আহ্বায়ক বর্সন আহমেদ। বক্তারা বলেন, রাজধানী থেকে ৫০ কিঃমিঃ দূরত্বের জেলা কুমিল্লাকে বিভাগ না করে ১৮০ কিঃ মিঃ দূরত্বের নোয়াখালীকে বিভাগ করা হলে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবন মান উন্নত হবে, পাশাপাশি সরকারের ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্দেশ্য সফল হবে।
এসময় নোয়াখালী বিভাগ অনলাইন গ্রুপসহ সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণীপেশার শতশত লোকজন অংশ গ্রহন করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ
নোয়াখালীর সদর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে সতের বছর বয়সী এক কিশোরীকেবিস্তারিত পড়ুন
ভিক্ষুকে সয়লাভ নোয়াখালীর শহর
নোয়াখালী জেলা শহর মাইজদী এখন ভিক্ষুকের শহরে পরিণত হয়েছে। যদিওবিস্তারিত পড়ুন
নোয়াখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ
পেট্রলবোমা হামলার মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাবিস্তারিত পড়ুন