নো বলেও আউট! বিশ্ব ক্রিকেটে তোলপাড়
ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজে আম্পায়ারিংয়ের মান একেবারেই ভালো ছিল না। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ম্যাচের শেষ ওভারে রুটের ব্যাটে লেগে প্যাডে লাগলেও আউট দেননি আম্পায়ার শামসুজ্জামান। সেই ম্যাচেই বিরাট কোহলির পরিষ্কার লেগ বিফোরের আউটেও ভারত অধিনায়ককে নট আউট ঘোষণা করেন আম্পায়ার। তৃতীয় ম্যাচেও ভালো ছিল না আম্পয়ারিংয়ে মান। নো বলে আউট হয়েছেন ভারতের লোকেশ রাহুল।
টস হেরে ব্যাটিং করতে নেমে দ্বিতীয় ওভারেই বিরাট কোহলির উইকেট হারায় ভারত। অধিনায়ক আউট হওয়ার পর লোকেশ রাহুল ও সুরেশ রায়না ভালো একটা জুটি বেধে ভারতের রানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। বেন স্টোকসের করা অষ্টম ওভারে দ্বিতীয় বলে স্লগ করতে গিয়ে স্টাম্প উড়ে যায় রাহুলের। প্যাভিলিয়নে ফেরার আগে ১৮ বলে ২২ রান করেন ডানহাতি রাহুল। তবে রিপ্লেতে দেখা যায় ওভারস্টেপিং করেছিলেন স্টোকস। আম্পায়ারও বিষয়টি এড়িয়ে যান। আর রিভিউ না চাওয়ায় রাহুলকে প্যাভিলিয়নে ফিরতে হয়।
ম্যাচে অবশ্য ভারতই জিতেছে। সুরেশ রায়না ও মহেন্দ্র সিং ধোনির ব্যাটে ২০২ রান তোলে ভারত। জবাবে যুভেন্দ্র চাহালের ঘূর্ণিতে ১২৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। মাত্র ২৫ রান দিয়ে ৬ উইকেট নেন চাহাল।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন