নৌকার হামলায় জগের ২ কর্মী আহত
নড়াইল পৌরসভায় মেয়রপদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সরদার আলমগীর হোসেন আলমের নির্বাচনী প্রচারণাকালে তার দুইকর্মীকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ আওয়ামী লীগের জাহাঙ্গীর হোসেন বিশ্বাসের নৌকা প্রতীকের সমর্থকরা।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে পৌরসভার কাশিয়াড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- শহরের ভওয়াখালী এলাকার এনামুল হক মনি (২৮) এবং মাছিমদিয়া এলাকার রাসেল মোল্যা (৩২)। তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে স্বতন্ত্র মেয়রপ্রার্থী সরদার আলমগীর হোসেন আলমের (জগ প্রতীক) নির্বাচনী প্রচারণা চালানোর সময় পৌরসভার কাশিয়াড়া এলাকায় নৌকার সমর্থক উজিরপুর এলাকার নাজমুলের নেতৃত্বে তাদের হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন।
মেয়রপ্রার্থী সরদার আলমগীর হোসেন আলম জানান, তার দুইকর্মীকে নৌকা প্রতীকের প্রার্থীর সন্ত্রাসীরা বেপরোয়াভাবে মারপিট করে গুরুতর আহত করেছে। একের পর এক হুমকি-ধামকিতে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে গিয়ে তার কর্মী-সমর্থকরা আতঙ্কে রয়েছে। বিভিন্ন এলাকা থেকে পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। পুলিশ দিয়ে গ্রেপ্তারের ভয় দেখানো হচ্ছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস জানান, মারামারির একটা খবর শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন