নৌকায় ছিল ৪৩ বাংলাদেশী, মৃত ৫ নিখোঁজ ২
লিবীয় উপকূলে প্রায় ৪-৫ শ’ বিদেশগামী নিয়ে ডুবে যাওয়া নৌকাটিতে ৪৩ জন বাংলাদেশী ছিল। তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু এবং দু’জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুক্রবার দেওয়া এক বিবৃতিতে মোট ৪৩ বাংলাদেশীর সংখ্যা নিশ্চিত করা হয়েছে। বেঁচে ফিরে আসাদের সহায়তায় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের দূতাবাস কাজ করছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
শ্রম বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে দূতাবাসের একটি দল বাংলাদেশের নাগরিকদের চিকিৎসা ও মানবিক সহায়তায় কাজ করছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, উদ্ধার হওয়াদের মধ্যে শিশুসহ চারটি পরিবার রয়েছে। সব বাংলাদেশীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
ভুক্তভোগীদের সম্পর্কে যে কোনো তথ্য ও সহায়তার জন্য লিবিয়াস্থ বাংলাদেশী দূতাবাসের শ্রম বিষয়ক উপদেষ্টা আশরাফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। মোবাইল নাম্বার : ০০২১৮৯১৬৯৯৪২০২।
এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে ভূমধ্যসাগরের লিবীয় উপকূলে বিদেশগামী একটি নৌকা ডুবে যায়। নৌকাটিতে বাংলাদেশ, পাকিস্তান, সিরিয়া, মরক্কোসহ সাব-সাহারা অঞ্চলের নাগরিক ছিল।
রেডক্রসের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, নৌকাটি থেকে প্রায় ২০০ জনকে জীবিত ও ৮২টি লাশ উদ্ধার করা হয়েছে। এখনো শতাধিক বিদেশগামী নিখোঁজ রয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন