নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ, আবেদন করবেন যে ভাবে
সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ ২০১৭-এ ডিইও ব্যাচের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে ভলান্টিয়ার রিজার্ভ কমিশন এক্সিকিউটিভ শাখা, ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা, শিক্ষা শাখা, শিক্ষা শাখা (বিবিএ/এমবিএ), শিক্ষা শাখা (মেডিক্যাল) পদে আবেদনের সুযোগ পাচ্ছেন নারী ও পুরুষ প্রার্থী।
আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০১৬
লিখেছেন মাহমুদ কবীর
বাংলাদেশ নৌবাহিনী ভলান্টিয়ার রিজার্ভ কমিশন এক্সিকিউটিভ শাখা (পুরুষ) : বয়স : ১ জানুয়ারি ২০১৭ তারিখে অনূর্ধ্ব-৩০ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম) : পদার্থবিদ্যা ও গণিত বিষয় অন্তর্ভুক্তিসহ স্নাতক অথবা পদার্থবিদ্যা/ গণিত/ রসায়ন/ কম্পিউটার সায়েন্স/অ্যাপ্লায়েড ফিজিক্স/ অ্যাপ্লায়েড ফিজিক্স ও তড়িৎ বিদ্যা/অ্যাপ্লায়েড কেমিস্ট্রি/সমুদ্রবিজ্ঞান/ নটিক্যাল বিষয়ে সম্মান [এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৪ এবং স্নাতক/সম্মান পরীক্ষায় জিপিএ ২.৫ (৪-স্কেলে)/দ্বিতীয় শ্রেণী]।
বৈবাহিক অবস্থা : অবিবাহিত। নিয়োগ : চূড়ান্ত মনোনয়ন শেষে এক্সিকিউটিভ শাখায় ‘অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট’ পদে বিএনভিআর অফিসার হিসেবে পাঁচ বছরের জন্য নিয়োগ করা হবে। পরে অফিসারের আবেদন ও কর্তৃপক্ষের বিবেচনায় বিধি অনুযায়ী চাকরি বর্ধিত/স্থায়ী নিয়োগ প্রদান করা হবে।
ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা (পুরুষ ও মহিলা) : বয়স : ১ জানুয়ারি ২০১৭ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম) : (১) সরকার কর্তৃক স্বীকৃত যেকোনো পাবলিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে নেভাল আর্কিটেকচার/ মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক [এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৪ এবং স্নাতক/সম্মান পরীক্ষায় সিজিপিএ ২.৫ (৪-স্কেল)/দ্বিতীয় শ্রেণী]। উচ্চশিক্ষা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
বৈবাহিক অবস্থা : অবিবাহিত (পুরুষ); অবিবাহিত/ বিবাহিত (মহিলা)।
নিয়োগ : চূড়ান্ত মনোনয়ন শেষে স্থায়ী কমিশন্ড অফিসার হিসেবে ‘অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট’ পদে নিয়োগ করা হবে। বিশেষ ভাতা : কমিশনপ্রাপ্তির পর এককালীন ৫৯১৫০ টাকা বিশেষ ভাতা দেয়া হবে।
শিক্ষা শাখা (পুরুষ ও মহিলা) : বয়স : ১ জানুয়ারি ২০১৭ তারিখে অনূর্ধ্ব ৩৫ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)। শিক্ষাগত যোগ্যতা : (১) নিম্নবর্ণিত যেকোনো বিষয়ে সম্মান বা সম্মানসহ মাস্টার্স [এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪ /প্রথম বিভাগ এবং সম্মান/মাস্টার্স পরীক্ষায় সিজিপিএ ২.৫ (৪-স্কেলে)/দ্বিতীয় শ্রেণী] : (ক) মনোবিজ্ঞান, (খ) দর্শন। (২) উল্লিখিত বিষয়গুলোতে শুধু সম্মান পাস প্রার্থীদের ক্ষেত্রে চার বছর মেয়াদি সম্মান হতে হবে এবং তিন বছর মেয়াদি সম্মান প্রার্থীদের ক্ষেত্রে সম্মানসহ মাস্টার্স হতে হবে [চাকরির (শিক্ষকতা) বাস্তব অভিজ্ঞতা সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে]। বৈবাহিক অবস্থা : অবিবাহিত/বিবাহিত। নিয়োগ : চূড়ান্ত মনোনয়ন শেষে ‘অ্যাক্টিং ইন্সট্রাক্টর সাব লেফটেন্যান্ট’ পদে স্বল্পমেয়াদি কমিশনে পাঁচ বছরের জন্য নিয়োগ করা হবে। পরে অফিসারের আবেদন ও কর্তৃপক্ষের বিবেচনায় বিধি অনুযায়ী চাকরি বর্ধিত/স্থায়ী নিয়োগ দেয়া হবে।
শিক্ষা শাখা (বিবিএ/এমবিএ) (পুরুষ ও মহিলা) : বয়স : ১ জানুয়ারি ২০১৭ তারিখে অনূর্ধ্ব ৩৫ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)। শিক্ষাগত যোগ্যতা : সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফিন্যান্স/ অ্যাকাউন্টিং/ম্যানেজমেন্ট/ মার্কেটিং বিষয়ে বিবিএ/এমবিএ ডিগ্রিধারী [এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪/প্রথম বিভাগ এবং বিবিএ/এমবিএ পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ২.৫ (৪-স্কেলে)/দ্বিতীয় শ্রেণী [চাকরির (শিক্ষকতা) বাস্তব অভিজ্ঞতা সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে]।
বৈবাহিক অবস্থা : অবিবাহিত/বিবাহিত। নিয়োগ : চূড়ান্ত মনোনয়ন শেষে ‘অ্যাক্টিং ইন্সট্রাক্টর সাব লেফটেন্যান্ট’ পদে স্বল্পমেয়াদি কমিশনে পাঁচ বছরের জন্য নিয়োগ করা হবে এবং পরে অফিসারের আবেদন ও কর্তৃপক্ষের বিবেচনায় বিধি অনুযায়ী চাকরি বর্ধিত/স্থায়ী নিয়োগ প্রদান করা হবে।
শিক্ষা শাখা (মেডিক্যাল) পুরুষ : বয়স : ১ জানুয়ারি ২০১৭ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)। শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম) : সরকার কর্তৃক স্বীকৃত যেকোনো মেডিক্যাল কলেজ হতে চিকিৎসাবিজ্ঞানে স্নাতক [এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪/প্রথম বিভাগ এবং Internshipসহ এমবিবিএস উত্তীর্ণ)। বিশেষ যোগ্যতা : ইংরেজি ভাষা বলা, পড়া ও লেখায় পারদর্শী হতে হবে। বৈবাহিক অবস্থা : অবিবাহিত।
চেম্বার টেস্ট : শারীরিক মানসম্পন্ন প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারের আগে এক্স-রে টেস্ট, ইসিজি, ডিক¯েপ্রশন চেম্বারে ১.৮১ বার (৬০ ফুট পানির গভীরতায়) অক্সিজেন এবং পানির চাপ সহনশীল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নিয়োগ : চূড়ান্ত মনোনয়ন শেষে ‘অ্যাক্টিং লেফটেন্যান্ট’ পদে স্বল্পমেয়াদি কমিশনে পাঁচ বছরের জন্য নিয়োগ করা হবে এবং পরে অফিসারের আবেদন ও কর্তৃপক্ষের বিবেচনায় বিধি অনুযায়ী চাকরি বর্ধিত/স্থায়ী নিয়োগ দেয়া হবে। বিশেষ সুবিধা : কমিশন প্রাপ্তির পর প্রথমে দেশে ডুবুরি কোর্স ও পরে বিদেশে Diving Medical/Underwater Medicine-এর ওপর উচ্চতর প্রশিক্ষণ। এ ছাড়া নৌবাহিনীর হাসপাতালগুলোতে চিকিৎসক এবং মেডিক্যাল প্রশিক্ষণ স্কুলে প্রশিক্ষকের দায়িত্ব পালনের সুযোগ।
সব শাখার জন্য : জাতীয়তা : বাংলাদেশী নাগরিক। শারীরিক মান (ন্যূনতম) : পুরুষ : উচ্চতা : ১৬২.৫ সে.মি. (র্৫-র্৪র্ ), ওজন : ৫০ কেজি, বুকের মাপ : স্বাভাবিক অবস্থায় ৭৬ সে.মি. (৩র্০র্ ) , সম্প্রসারিত অবস্থায় ৮১ সে.মি. (৩র্২র্ )। মহিলা : উচ্চতা : ১৫৫ সে.মি. (র্৫-র্১র্ ), ওজন : ৪৬ কেজি, বুকের মাপ : স্বাভাবিক অবস্থায় ৭১ সে.মি. (২র্৮র্ ) স্বাভাবিক, সম্প্রসারিত অবস্থায় ৭৬ সে.মি. (৩র্০র্ )। (উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্রবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে)। পশ্চাৎ প্রবীণতা : বাংলাদেশ নৌবাহিনীর প্রচলিত বিধি মোতাবেক পশ্চাৎ প্রবীণতা প্রদান করা হবে।
মনোনয়ন পদ্ধতি : প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার : ৯, ১০ ও ১৩ অক্টোবর ২০১৬ তারিখে (পরিবর্তনযোগ্য) বিএন কলেজ, ঢাকায় অনুষ্ঠিত হবে।
লিখিত পরীক্ষা : প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় ও প্রাথমিক সাক্ষাৎকারে উপযুক্ত বিবেচিত প্রার্থীদের ১৪ অক্টোবর ২০১৬ তারিখে (পরিবর্তনযোগ্য) বুদ্ধিমত্তা, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে উল্লিখিত কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার : লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ, ঢাকা সেনানিবাস, ঢাকায় অনুষ্ঠিত হবে। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা : আইএসএসবি কর্তৃক নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা সেনানিবাসস্থ বিএনএস হাজী মুহসীনে উপস্থিত হতে হবে। চূড়ান্ত মনোনয়ন : নৌবাহিনী সদর দফতরে অনুষ্ঠিতব্য সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত মনোনয়ন করা হবে।
বেতন ও ভাতা : নির্বাচিত প্রার্থীরা সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাসহ সশস্ত্রবাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতা প্রাপ্য হবেন।
আবেদন ফরম সংগ্রহ ও পূরণ : অনলাইনপদ্ধতি (টিবিএমএম অ্যাকাউন্টধারীদের জন্য) : ট্রাস্ট ব্যাংক মোবাইল মানির (টিবিএমএম) মাধ্যমে নৌবাহিনীর অফিসার পদে ভর্তি ফি নিচের পদ্ধতিতে জমা দেয়া যাবে : আবেদনকারী যদি টিবিএমএমের গ্রাহক হন তবে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে নিম্নে বর্ণিত SMSটি টাইপ করে পাঠিয়ে দিন ১৬২০১ অথবা ০১১৯০০১৬২০১ নম্বরে। এ ক্ষেত্রে TBMM অ্যাকাউন্টে ন্যূনতম ৭২০ টাকা থাকতে হবে। TrustMM
আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০১৬।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা : পরিচালক, পার্সোনেল সার্ভিসেস পরিদফতর, নৌবাহিনী সদর দফতর, বনানী, ঢাকা।
ফোন : ৯৮৩৬১৪১-৯ বর্ধিত ২২১১, ২২১৪, ২২১৫।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন