নৌযান ধর্মঘটের মিছিলে সংঘর্ষ, আহত ১০
নারায়ণগঞ্জ: নৌযান শ্রমিকদের ৭ দফা দাবিতে চলমান নৌধর্মঘট সমর্থনে জেলার জাহাজী শ্রমিক ফেডারেশন ও কার্গো ট্রলার শ্রমিক ইউনিয়নের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে উভয়পক্ষের অন্তত ১০ জন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শুক্রবার বিকেল সাড়ে ৫টায় শহরের ৫নং সারঘাট এলাকায় নৌযান ধর্মঘটের সমর্থনে মিছিল বের হলে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।
এ ঘটনার পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের আহত শ্রমিকরা সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছে। এছাড়াও উভয় পক্ষের আহতদের নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শ্রমিকরা জানায়, ৭ দফা দাবিতে বিকেলে শহরের ৫নং সারঘাট এলাকা থেকে সাংগঠনিক সম্পাদক সবুজ শিকদারের নেতৃত্বে মিছিল বের করে জাহাজী শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা। অপরদিকে একই সময়ে ৩ নং মাছঘাট এলাকায় সমাবেশ করছিল বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন। মিছিলটি সমাবেশস্থল অতিক্রম করার পরে পেছন থেকে হামলা চালানো হয়। এতে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও পরে সংঘর্ষ বাধে। এসময় আহত হয় উভয়পক্ষের অন্তত ১০ জন।
সবুজ শিকদার জানান, আমরা যখন সমাবেশস্থল অতিক্রম করে চলে আসি তখন যাত্রীবাহী বাসের কারণে রিকশায় থাকা মাইক সমাবেশস্থলের সামনে আটকা পড়ে। এসময় লাইটারেজ শ্রমিক ইউনিয়নের কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করে সমাবেশস্থলে উপস্থিত কার্গো ট্রলার শ্রমিক ইউনিয়নের নেতা মাহমুদ ও জাহাঙ্গীরের নেতৃত্বে রিকশার সঙ্গে থাকা জাহাজী শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। তারা মাইকের তার ছিঁড়ে ফেলে।
সবুজ শিকদার আরো অভিযোগ করেন, মাহমুদ ও জাহাঙ্গীরের লোক জিয়া, জামাল, শাহীন মোল্লা, মঈন, লিটনসহ অন্যরা আমাদের অফিসেও হামলা চালায়। খবর পেয়ে শ্রমিকরা ছুটে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। হামলাকারীরা আমাদের মাইক, ব্যানার এবং সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে থাকা নগদ ৫৫ হাজার টাকা, ৬টি মোবাইল ছিনিয়ে নিয়ে গেছে। হামলায় আমাদের সংগঠনের পান্না মিয়া, শিমুল, মিজানসহ অন্তত ৭ জন আহত হয়েছে।
এ বিষয়ে শ্রমিক নেতা মাহমুদের মোবাইল ফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হামলা ও ভাঙচুরের ঘটনায় অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে স্বাগতিক ওয়েস্টবিস্তারিত পড়ুন
রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ
যমুনা ফিউচার পার্কে মোবাইলের দোকানে চুরির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভবিস্তারিত পড়ুন
যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা
থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদেরবিস্তারিত পড়ুন