সোমবার, অক্টোবর ৬, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নৌযান ধর্মঘটের মিছিলে সংঘর্ষ, আহত ১০

নারায়ণগঞ্জ: নৌযান শ্রমিকদের ৭ দফা দাবিতে চলমান নৌধর্মঘট সমর্থনে জেলার জাহাজী শ্রমিক ফেডারেশন ও কার্গো ট্রলার শ্রমিক ইউনিয়নের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে উভয়পক্ষের অন্তত ১০ জন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার বিকেল সাড়ে ৫টায় শহরের ৫নং সারঘাট এলাকায় নৌযান ধর্মঘটের সমর্থনে মিছিল বের হলে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।

এ ঘটনার পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের আহত শ্রমিকরা সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছে। এছাড়াও উভয় পক্ষের আহতদের নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শ্রমিকরা জানায়, ৭ দফা দাবিতে বিকেলে শহরের ৫নং সারঘাট এলাকা থেকে সাংগঠনিক সম্পাদক সবুজ শিকদারের নেতৃত্বে মিছিল বের করে জাহাজী শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা। অপরদিকে একই সময়ে ৩ নং মাছঘাট এলাকায় সমাবেশ করছিল বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন। মিছিলটি সমাবেশস্থল অতিক্রম করার পরে পেছন থেকে হামলা চালানো হয়। এতে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও পরে সংঘর্ষ বাধে। এসময় আহত হয় উভয়পক্ষের অন্তত ১০ জন।

সবুজ শিকদার জানান, আমরা যখন সমাবেশস্থল অতিক্রম করে চলে আসি তখন যাত্রীবাহী বাসের কারণে রিকশায় থাকা মাইক সমাবেশস্থলের সামনে আটকা পড়ে। এসময় লাইটারেজ শ্রমিক ইউনিয়নের কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করে সমাবেশস্থলে উপস্থিত কার্গো ট্রলার শ্রমিক ইউনিয়নের নেতা মাহমুদ ও জাহাঙ্গীরের নেতৃত্বে রিকশার সঙ্গে থাকা জাহাজী শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। তারা মাইকের তার ছিঁড়ে ফেলে।

সবুজ শিকদার আরো অভিযোগ করেন, মাহমুদ ও জাহাঙ্গীরের লোক জিয়া, জামাল, শাহীন মোল্লা, মঈন, লিটনসহ অন্যরা আমাদের অফিসেও হামলা চালায়। খবর পেয়ে শ্রমিকরা ছুটে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। হামলাকারীরা আমাদের মাইক, ব্যানার এবং সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে থাকা নগদ ৫৫ হাজার টাকা, ৬টি মোবাইল ছিনিয়ে নিয়ে গেছে। হামলায় আমাদের সংগঠনের পান্না মিয়া, শিমুল, মিজানসহ অন্তত ৭ জন আহত হয়েছে।

এ বিষয়ে শ্রমিক নেতা মাহমুদের মোবাইল ফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হামলা ও ভাঙচুরের ঘটনায় অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন

  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত
  • ফোরজির সর্বনিম্ন গতি ১০ এমবিপিএস কার্যকর হচ্ছে সেপ্টেম্বর থেকে