ন্যাম ভবনে নিরাপত্তা জোরদার হচ্ছে
জাতীয় সংসদ ভবনের পাশাপাশি সংসদ সদস্যদের আবাসস্থল ন্যাম ভবনগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
জাতীয় সংসদের আবাসিক সাব-কমিটি মঙ্গলবার বৈঠক থেকে সংশ্লিষ্টদের এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে।
দেশব্যাপী নাশকতা বৃদ্ধি পাওয়া এবং ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনায় এ পদক্ষেপ নিচ্ছে নিরাপত্তা কমিটি।
সম্প্রতি ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনার পর জাতীয় সংসদ ভবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। নিজস্ব ও নিয়মিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী এবং র্যাব নিয়োজিত রয়েছে সংসদ এলাকায়। এমনকি সংসদ সদস্যদের ভবনে প্রবেশেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। পরিচয়পত্র ঝুলিয়ে প্রবেশ করতে সংসদ সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে। সাংবাদিক, দর্শনার্থীসহ সংসদের সকল কর্মকর্তা-কর্মচারী প্রবেশেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।
নিরাপত্তা জোরদার করার বিষয়ে জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ জানান, সংসদের নিরাপত্তার ব্যাপারে কোনো ধরনের ছাড় না দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অনেক বহিরাগত মুজিব কোট পরে সংসদে ঢুকে যাচ্ছেন। এমপি ভেবে নিরাপত্তা বাহিনী ভয়ে তাদের কিছু বলে না। তাই সবাইকে কার্ড ঝুলিয়ে প্রবেশের অনুরোধ করা হয়েছে।
জাতীয় সংসদের চিফ হুইপ ও সংসদ কমিটির সভাপতি আ স ম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ মো. তাজুল ইসলাম চৌধুরী ও খালিদ মাহমুদ চৌধুরী।
এই সংক্রান্ত আরো সংবাদ
তারেক রহমান: ভোটের অধিকার নিশ্চিত না হলে বাজার সিন্ডিকেট মুক্ত করা অসম্ভব
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “স্বৈরাচার বা ফ্যাসিবাদমুক্ত পরিবেশেওবিস্তারিত পড়ুন
জামায়াত সেক্রেটারি: দেশে আরেকটি বিপ্লব হবে, সেটি হবে ইসলামি বিপ্লব
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “৫ আগস্টেরবিস্তারিত পড়ুন
ফখরুল: বাংলাদেশে এখন গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে না
বাংলাদেশে এখন গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে না বলে মন্তব্যবিস্তারিত পড়ুন